পটিয়া প্রেস ক্লাবের ১৪ সদস্যের নতুন কার্যকরী কমিটি ঘোষণা
পটিয়া প্রেস ক্লাবের ১৪ সদস্যের নতুন কার্যকরী কমিটি ঘোষণা
পটিয়া উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ১৪ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২ জুলাই (মঙ্গলবার) বিকেলে পটিয়া প্রেস ক্লাব কার্যালয়ে বর্তমান সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য পটিয়া প্রেস ক্লাবের ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে-সভাপতি নুরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাধারণ সম্পাদক গোলাম কাদের (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সিনিয়র সহ-সভাপতি এটিএম তোহা (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সম্পাদক আ.ন.ম সেলিম (দৈনিক দেশ রূপান্তর), অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী (দৈনিক জনকণ্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাপস দে আকাশ (বিজয় টিভি), প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (একুশে টিভি), দপ্তর সম্পাদক মো: মোরশেদ আলম (দৈনিক সময়ের আলো), সমাজ কল্যাণ সম্পাদক এসএমএ জুয়েল (দৈনিক আমার বার্তা), কার্যকরী সদস্য কাউছার আলম (দৈনিক কালের কণ্ঠ), গিয়াস উদ্দিন (দৈনিক সাঙ্গু), রনি কান্তি দেব (দৈনিক জনবাণী), সনজয় সেন (দৈনিক ভোরের দর্পণ), আবদুল্লাহ আল নোমান (দৈনিক সময়ের কাগজ)।
নবনির্বাচিত কমিটির সভাপতি নুরুল ইসলাম এক বিবৃতিতে জানান, সাবেক মহকুমা শহর পটিয়ার অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। পটিয়া প্রেস ক্লাব ১৯৭৭ সাল থেকে ধারাবাহিকভাবে অন্যায়, অনিয়ম-দুর্নীতি তুলে ধরে উন্নয়ন অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে।আগামীতেও ধরে রাখা হবে। এজন্য নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।