কোটা বাতিলের নামে অরাজকতা বন্ধ করার আহবান

হোসেন মিন্টুঃ

কোটা বাতিলের অজুহাতে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি, সরকার, রাষ্ট্র ও স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের রাজপথের আন্দোলন বন্ধ করার আহবান জানানোর জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির আহবায়ক সাংবাদিক মোঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে ১৬ ই জুলাই চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিকাল ৪টার সময় এক প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফোরকান, হাবিবুল্লাহ চৌধুরী ভাস্কর, মোঃ শাহ আলম সিকদার, চট্টগ্রাম নাগরিক ফোরামের যুগ্ম মহাসচিব আকরাম হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ মুনসুর আলম, মোহাম্মদ নুর, মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, এস এম মহিউদ্দিন, মোঃ মামুন, মোহাম্মদ ইকবাল, তামান্না জাহান, আকতার হোসেন, ফারুক মোহাম্মদ, সাব্বির, মোহাম্মদ বাচ্চু, আশরাফুল হোসেন, নাসির উদ্দীন, সৈকত হোসেন, জালাল উদ্দীন, কুসুম আকতার, খোকম, আকাশ, সাজ্জাত হোসেন, মোহাম্মদ নুরুন্নবী শাওন, বেলাল, তাসমিম, ইব্রাহিম, প্রতিবাদী মানববন্ধনে মোঃ কামাল ভাই কোটা বাতিল ও রাখার উপর তথ্য ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন। বক্তৃতারা বলেন কোটা বাতিলের নামে সরকার বিরোধী আন্দোলনের বিরুদ্ধে বঙ্গবন্ধু সৈনিক লীগ রাজপথে আন্দোলন জোরদার করা হবে। কোমলমতি শিক্ষার্থীদেরকে ভুল তথ্য দিয়ে সরকার ও রাষ্ট্রে এবং স্বাধীনতার স্বপক্ষের মানুষের মুখোমুখি করা হচ্ছে, তা আজ চিহ্নিত করার সময় এসেছে। মানববন্ধনের পর কামাল উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের সামনে থেকে বিভিন্ন রাস্তা পদক্ষণ করা হয়। বিক্ষোভ মিছিল শেষে কামাল উদ্দিন সংগঠনের সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করে বলেন দেশ ও স্বাধীনতা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তামজিদ বিন রহমান তূর্য যোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধু সৈনিক লীগকে সুসংগঠিত করার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুনঃ