চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম নাগরিক ফোরাম চট্টগ্রামে মানুষের অধিকারের কথা বলে আসছে। ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, “চট্টগ্রাম নাগরিক ফোরাম কোনো রাজনৈতিক সংগঠন নয়, তবে এটি নগর ও নাগরিকদের যেকোনো সমস্যা নিয়ে কথা বলে আসছে ২০১৫ সাল থেকে। ফোরামের দাবির কারণে নগরীর জলাবদ্ধতা নিরসন ও কালুরঘাট সেতু বাস্তবায়নে সরকারের সিদ্ধান্তসহ অন্যান্য সমস্যার সমাধান হয়েছে। এখন সময় এসেছে দলমত নির্বিশেষে চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে সবাই চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার।” তিনি আরো বলেন, “চট্টগ্রামের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট আন্তরিক। প্রধানমন্ত্রী চট্টগ্রাম শহরের দীর্ঘ বছরের জলাবদ্ধতার নিরসনসহ একাধিক উল্লেখযোগ্য উন্নয়ন করেছেন, যা এশিয়ার বিখ্যাত টানেল নির্মাণের মাধ্যমে প্রমাণিত।” ড. ইফতেখার উদ্দিন চৌধুরী সবাইকে সতর্ক করে বলেন, “শেখ হাসিনা সরকার কর্তৃক উন্নয়নসমূহ ধ্বংস করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে; তাদের পরিকল্পনা যেন সফল না হয়, তা নিশ্চিত করার জন্য চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে সোচ্চার থাকতে হবে।” ৩১ জুলাই বিকাল ৪টায় বঙ্গবন্ধু ভবনের বৈঠকখানায় চট্টগ্রাম নাগরিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোহাম্মদ ফোরকান এর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের সাংগঠনিক সফলতা ও ফোরামের পক্ষ থেকে সরকারের কাছে উপস্থাপিত দাবীগুলোর বাস্তবায়ন কতটুকু হয়েছে, তা বিস্তারিত তথ্যভিত্তিক বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন ফোরামের প্রভাবশালী মহাসচিব মো. কামাল উদ্দিন। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী নুরুল আবছার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম মুনসুর, তসলিম খাঁ, মোহাম্মদ জসিম উদ্দিন, নুর আলী, মোহাম্মদ আব্দুল হালিম রানা, মোহাম্মদ শাহ আলম সিকদার, আশিষ চৌধুরী, স ম জিয়াউর রহমান, সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, সজল দাশ, শারমিন আকতার, মোহাম্মদ আকতার হোসেন, নেহেরুন নেছা, এস এম মহিউদ্দিন, মোহাম্মদ নুর, পলি, মাহাবুব আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আশিফ, আব্দুল্লাহ বিন রিদোয়ান, শওকত ও মান্না। সভায় বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরাম ৯ বছর অতিবাহিত করে ১০ বছরে পদার্পণ করছে। এ কারণে আমরা চট্টগ্রামের উন্নয়নের দাবিতে এই নাগরিক ফোরামের মাধ্যমে এগিয়ে যাবো। সভা শুরুতেই সামপ্রতিক কোটা বিরোধী আন্দোলনে অনাকাক্সিক্ষত সকল হত্যাকান্ডের নিন্দা জানানো হয় এবং নিহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ