বাজারে আসছে চন্দনাইশ-পটিয়ার ঐতিহ্যবাহী লাল সালু পেয়ারা
বাজারে আসছে চন্দনাইশ-পটিয়ার ঐতিহ্যবাহী লাল সালু পেয়ারা
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
বাজারে আসতে শুরু করেছে চন্দনাইশের ঐতিহ্যবাহী লালসালুর চাদরে মোড়ানো চন্দনাইশ-পটিয়ার পেয়ারা!
বেশি মিষ্টি ও বীজ তুলনামূলক কম হওয়ায় এই পেয়ারার কদর রয়েছে দেশ ও বিদেশে! পটিয়ার হাইদগাঁও, কচুয়াই, খরনা, চন্দনাইশের রৌশন হাট, কাঞ্চননগর ও দোহাজারীর পাহাড়ি এলাকার বাগান থেকে পেয়ারা সংগ্রহ করে লাল কাপড় দিয়ে বেঁধে বিক্রির জন্য হাটে আনেন চাষিরা।
প্রতিদিন ভোরবেলা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থেকে চন্দনাইশের অন্তত সাত আটটি জায়গায় বসে পেয়ারার হাট। এছাড়াও পাশের উপজেলায় এই লাল সালু পেয়ারার হাট বসতে দেখা যায়। আনোয়ারা-কর্ণফুলী, সাতকানিয়া-লোহাগাড়া, বোয়ালখালী, বাঁশখালী এবং পেকুয়া-চকরিয়া বাজারে বিক্রির জন্য বিশেষ প্রক্রিয়ায় আনা হয়েছে লাল পেয়ারার ঝুড়ি। জনসাধারণের মধ্যে এই পেয়ারার চাহিদা ও বেশী বলে জানিয়েছেন চাষীরা।