ইপিজেডে থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ
ইপিজেডে থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ
হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা ও আন্দোলনের নামে অনৈতিক চাঁদাবাজী সহ নানা অভিযোগের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সমাবেশ সমন্বয়কারী মোঃ শাহিন হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস আলী, প্রাক্তন ছাত্র ও আইনজীবী মোঃ শাহেদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
শুক্রবার বাদে জুমা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা ইপিজেডের দক্ষিণ হালিশহর এলাকায় ভ্যানগাড়ি, রিক্সা, ঠেলা, ফুটপাত ও ভাসমান বাজার থেকে চাঁদাবাজি বন্ধ, দখলবাজী, লুটপাট, বাড়ি ঘর ভাংচুর, হামলা, হুমকি সহ ক্ষমতার অপব্যবহার রোধে মোড়ে মোড়ে ফেস্টুন, ব্যানার ও মোবাইল নম্বর সহ নিরাপত্তা সেল গঠন করা হবে বলে জানিয়েছেন সমন্বয়কারী মোঃ শাহিন হক। সমাবেশে এলাকার সর্বস্তরের জনগণের উপস্থিত থাকার দৃশ্য দেখা গেছে।