নোয়াখালীতে ট্রাফিক পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা
নোয়াখালীতে ট্রাফিক পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা
মোজাহের ইসমাইল নাঈম,নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
সরকার পতনের আন্দোলনের আগে ও পরে প্রধান সড়ক গুলো থেকে হঠাৎ ভয়ে উদাও হয়ে যায় ট্রাপিক পুলিশ। এসকল ট্রাফিক পুলিশদের আবারও তাদের কাজে ফিরিয়ে আনতে বিভিন্ন মহল থেকে সাহস ও উৎসাহ প্রদান করেন।এই সাহস পেয়ে ট্রাপিক পুলিশ সদস্যগণ আবারও তাদের কর্মস্থলে ফিরে আসতে শুরু করে। নোয়াখালীর প্রধান সড়কে ট্রাপিক পুলিশ সদস্যদের নতুন করে কার্যক্রম দেখে ফুল দিয়ে বরণ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের এই ভালোবাসা পেয়ে আনন্দিত ট্রাপিক পুলিশ সদস্যগণ। বাংলাদেশের অন্যান্য জেলার মতো নোয়াখালী জেলাতে সোমবার সকালে প্রধান সড়কে দেখা মিলল এই পুলিশের সদস্যদের। যদিও তুলনামূলক ভাবে পুলিশের সংখ্যা ছিল কম।
শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণও তাদের মনোবল চাঙা করতে তাদের উৎসাহ দিচ্ছে। আশা করছি ভীতি কাটিয়ে আমাদের এই সহকর্মীরা অল্প কয়েকদিনের মধ্যেই পুরোপুরি কাজে মনোনিবেশ করতে পারবেন।