সার্কিট হাউজে শতাধিক বিক্ষুদ্ধ সাংবাদিক জনতার তোপের মুখে চট্টগ্রাম’র ডিসির পলায়ন
প্রকাশঃ ১৭ আগস্ট ২০২৪ | ৩:২৮
সার্কিট হাউজে শতাধিক বিক্ষুদ্ধ সাংবাদিক জনতার তোপের মুখে চট্টগ্রাম’র ডিসির পলায়ন
হোসেন মিন্টুঃ
উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীকের সামনেই সাংবাদিক জনতার তোপের মুখে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।উপস্থিত শতাধিক সাংবাদিক জনতা ডিসিকে সরাসরি চোর, ডাকাত, দুর্নিতিবাজ ও খুনি হাসিনার দোসর এবং চট্টগ্রামে গণহত্যার মদতদানকারী হিসাবে আখ্যায়িত করেছে। অবিলম্বে ডিসির অপসারণ দাবী জানিয়েছে উপদেষ্টা ও ছাত্র সমন্বয়কদের প্রতি। পরিস্থিতি উত্তপ্ত দেখে ডিসি দ্রুত উপদেষ্টা ফারুক ই আজম এর গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করে। উপদেষ্টা ও ছাত্র সমন্বয়কগণ ক্ষুদ্ধ সাংবাদিক জনতাকে ডিসির অপসারণ সংক্রান্তে অভিযোগটি বিবেচনায় নিবেন মর্মে আআশ্বস্ত করেছেন।