পটিয়ায় মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির জের মাদ্রাসা ছাত্রদের সড়ক অবরোধ থানা ঘেরাও সেনাবাহিনীর গাড়ীতে হামলা কটুক্তিকারী আটক
পটিয়ায় মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির জের মাদ্রাসা ছাত্রদের সড়ক অবরোধ থানা ঘেরাও সেনাবাহিনীর গাড়ীতে হামলা কটুক্তিকারী আটক
সুজিত দও স্টাফ রিপোর্টারঃ
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে এক হিন্দু তরুনের কটুক্তির জের ধরে চট্টগ্রামের পটিয়া পৌর সদরে মাদ্রাসা ছাত্র ও সেনাবাহিনী মুখোমুখী হয়ে পড়লে ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রায় দুই ঘন্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া সদরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার সকাল থেকে সন্ধ্য পর্যন্ত কটুক্তিকারী তরুনের ফাসির দাবী তুলে বিক্ষুব্ধ ছাত্র জনতা পটিয়া থানা ঘেরাও করে রাখে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় প্রায় ২০ জনের মত ছাত্র জনতা আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে পটিয়া রণক্ষেত্রে পরিণত হয়। জানা যায়, গত রবিবার রাতে উপজেলার শোভনদন্ডী ইউনিয়ন কুরাংগিরি গ্রামের সুমন বিশ্বাসের পুত্র পার্থ প্রতীম বিশ্বাস পিন্টু (২১) জনৈক হাসান আলীর ফেসবুকের কমেন্টের বিপরীতে নবী মুহাম্মদ (সাঃ) কে নিয়ে তার ফেসবুক আইডিতে কমেন্ট করে। এ নিয়ে হাসান আলী ও পিন্টুর মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে পিন্টু উক্ত কমেন্ট করে। হাসান আলী তার কমেন্ট মুছে দিয়ে পিন্টু’র কমেন্ট ফেসবুকে ছড়িয়ে দিলে ধর্মপ্রাণ লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পিন্টুকে আটক করার জন্য লোকজন পুলিশকে চাপ প্রয়োগ করে। এলাকার পরিস্থিতি খারাপ হওয়ার আশংকায় গত রবিবার রাতে ডিবি পুলিশ পিন্টুকে চট্টগ্রাম নগরীর মাদারবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে। সকালে ডিবি পুলিশ তাকে পটিয়া থানায় নিয়ে যাওয়ার খবর পেয়ে প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় সমন্বয়ক ছাত্রদের নিয়ে থানা ঘেরাও করে। এ খবর পেয়ে দুপুরে পটিয়া মাদ্রাসার ছাত্ররা পুলিশ থেকে পিন্টুকে তাদের হাতে তুলে দেওয়ার দাবীতে থানা ঘেরাও করে। এদিকে, বেলা বাড়ার সাথে থানা ঘেরাওয়ের খবর ছড়িয়ে পরলে থানার পাশবর্তী পটিয়া আল জামেয়া আল আসলামিয়া জমিরিয়া মাদ্রাসার ছাত্ররাও থানায় চলে আসে। বিকেল ৪ টার দিকে, বিক্ষুব্ধকারীরা থানার ভেতর ঢুকে নানান ধরনের স্লোগান দিতে থাকে। পরে সেনাবাহিনীর একটি গাড়ি থানার ভেতর আসলে বিক্ষুব্ধকারীরা থানা থেকে বের হয়ে রাস্তায় অবস্থান নিয়ে রাহাত আলী হাই স্কুলের সামনে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এদিকে, সেনাবাহিনীর অপর আরেকটা গাড়ি থানার সামনে বাস ষ্টেশনের দিকে যাওয়ার পথে বিক্ষুব্ধরা আটকিয়ে দিয়ে গাড়িটাতে হামলা করে জুতা নিক্ষেপ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি পেছন দিকে চালিয়ে থানার মোড়ের দিকে চলে যায়। এতে ক্ষিপ্ত ছাত্ররা সেনাবাহিনীর গাড়ীতে ইট পাটকেল নিক্ষেপ করে। সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হচ্ছে এই খবর পেয়ে মাদ্রাসার বিপুল পরিমান ছাত্র চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এসে সড়ক অবরোধ করে। বেলা আড়াইটা থেকে প্রায় ৫ টা পর্যন্ত সড়ক অবরোধ করার পর বৃষ্টি শুরু হলে মাদ্রাসার ছাত্ররা সড়ক ছেড়ে মাদ্রাসায় চলে যায়। বিকাল সাড়ে ৫ টায় থানার সামনে পুনরায় ছাত্র জড়ো হতে দেখে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে তাদের ধাওয়া দেয়। পটিয়া থানার ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নূর জানান, নবী (সাঃ) কে কটুক্তিকারী তরুণ পার্থ বিশ্বাস পিন্টুকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে। সেনবাহিনীর গাড়িতে হামলার প্রসঙ্গে তিনি কিছুই বলতে পারবেন না বলে জানান। থানা ঘেরাও কারা করেছেন তা খতিয়ে দেখা হবে বলে জানান।