হালিশহর সমুদ্র সৈকত এলাকায় টাকা ছিনতাই ও মাছ লুটের অভিযোগ

হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর বন্দর হালিশহর রিংরোড এলাকায় মাছ ব্যাপারীদের উপর হামলা করে টাকা ছিনতাই ও মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে গতকাল রোববার।

নেভী হাসপাতাল গেটস্থ কাঁচা বাজারের মাছ ব্যবসায়ী মোঃ সেকেন্দার আলী গতকাল রোববার সকালে এই অভিযোগ জানিয়েছেন।

তিনি আরো বলেন, আজ ভোর সাড়ে ৪টায় হালিশহর চৌচলা থেকে বন্দরের আনন্দবাজার এলাকায় ২৫/৩০ জনের দূরবৃত্তের গ্রুপ পিকাপে চড়ে সমূদ্রে মাছ কিনতে যাওয়ার সময় এই ঘটনা ঘটিয়েছে। তাদের কাছে বেশ অস্র-স্বস্র ছিল, খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে এসে ডিসি পোট বরাবর লিখিত অভিযোগ দায়ের করতে বলেন, এতে মাছ ব্যাবসায়ীর‌ ৩/৪ জন কর্মচারী হামলার শিকার হয়ে আহত হয়েছেন বলে অভিযোগে জানা গেছে। আহতরা হলেন রেজাউল করিম (৫২), মোঃ লাদেন (২০), মোঃ রিয়াজ (১৮), নির্মূল দাশ (২২) ।

গত ১০/১২ দিনের মধ্যে এই ধরনের ২/৩ টি ঘটনা ঘটেছে বলে ও ভুক্তভোগীরা জানান। রোববার ভোরে ঘটনার সময় দূরবৃত্তরা তিনটি পিকাপ ভ্যানে চড়ে এসে এই ঘটনা ঘটিয়েছে। গাড়ি নং-চট্টমেট্ট ম-১১-১৩২৮,১১-১৩২৫ এবং অপর গাড়ির নং পাওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ যে, পিকাপভ্যান গুলো পতেঙ্গা চরপাড়া, কাটগড়-হালিশহর আকমল আলী মৎস্য, আনন্দ বাজার, কাট্টলি মৎস্য ঘাট হয়ে বন্দর-হালিশহর সমুদ্র সৈকত এলাকায় প্রায় ছিনতাই, ডাকাতি ও মাছ লুট এবং মৎস্য ব্যবসায়ীদের উপর চরম বৈষম্যের শিকার হতে হয় বলে জানান।

ভুক্তভোগীরা অভিযোগ করে দাবি করেছেন যে, দ্রুত উক্ত বিষয়ে আইনি পদক্ষেপ নিয়ে নিরীহ জেলে, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ীদের জননিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ