রোগী ও স্বজনদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির বিশেষ বুথ উদ্বোধন
রোগী ও স্বজনদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির বিশেষ বুথ উদ্বোধন
হোসেন মিন্টুঃ
চমেক রোগী কল্যাণ সমিতি (চমেকহা)’র সহযোগিতায় এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহের বিশেষ বুথ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আগত হাজার হাজার রোগী, স্বজনের পকেটের টাকা খরচ করে আর পানি কিনে খেতে হবে না। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ও চমেকহার সার্বিক সহযোগিতায় হাসপাতালের পরিচালক ও রোগীকল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দীন(এমফিল এমপিএইচ) ৩১অক্টোবর, বৃহস্পতিবার, বিকেল ৩টায় এই মহতী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। ফাউন্ডেশনের সম্মানিত দাতাদের অর্থায়নে ও ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পরিচালিত এ প্রকল্প হাসপাতালের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার ছাদে স্থাপন করা হয়েছে। ছাদে নির্মিত নতুন শেডে অত্যাধুনিক RO মেশিনের মাধ্যমে প্রতি ঘন্টায় ১ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন এ প্রকল্প থেকে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ সুপেয় পানি পান করতে পারবেন। ভবনের সম্মুখে নীচ তলার মাঠে উন্মুক্ত পানি সংগ্রহ বুথের পাশাপাশি এ ভবনের প্রতি ফ্লোরে বসছে আলাদা আলাদা পানি সংগ্রহ বুথ। যার মাধ্যমে সহজেই রোগীগণ নিজ নিজ ফ্লোর থেকে পানি সংগ্রহ করতে পারবেন। এ মহতী প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা ডা.তৈয়ব শিকদার এবং রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজ সেবা অফিসার অভিজিৎ সাহা। উল্লেখ্য, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ও পরিচালনায় আধুনিক লাশ গোসলখানা “শেষ স্পর্শ” চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় মসজিদের পাশে পরিচালিত হচ্ছে। যাতে গরীব অসহায়দের কাফন সহ সম্পূর্ণ বিনামূল্যে গোসলের ব্যবস্থা রয়েছে। রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা বলেন, সম্মিলিত প্রয়াসে এগিয়ে চলুক মানবসেবার এই মহান ও শ্রেষ্ঠ প্রকল্প টি, সবাই সহযোগিতা দিয়ে এগিয়ে নিতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।