চট্টগ্রাম নগরীর বন্দরের ৩৮ নং ওয়ার্ডে বাঁশ কাটতে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ড সল্টগোলা ক্রসিং (কোরবানি আলীশাহ মাজার) এলাকায় বাঁশ কাটতে বাধা দেওয়ায় মোহাম্মদ ইসমাইল (৫৫) নামের একজনকে পিটিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ১২ টার দিকে শাহ সুফি কোরবান আলী শাহ মাজার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই ইউছুফ ও নিকটস্থ আত্মীয় রেজাউল মোস্তফা। এই ঘটনায় আজ বন্দর থানায় ১০/ ১২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে বলে জানান তিনি। নিহত মোহাম্মদ ইসমাইল একই এলাকার কবির আহমদের ছেলে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুলতান আহসান জানান, বাঁশ কাটার মতো তুচ্ছ ঘটনায় একটি খুন সংঘটিত হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার পর ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুনঃ