বিচারের আওতায় আনতে যা যা করণীয় সরকার তা করবে আলিফ হত্যাকারীদের
বিচারের আওতায় আনতে যা যা করণীয় সরকার তা করবে আলিফ হত্যাকারীদের
রাসেল মামুন,বিশেষ প্রতিনিধিঃ
অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মুহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে যা যা করণীয় সরকার তা করবে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ায় মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, যদি কাউকে আইনী সহায়তা দেওয়ার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমরা সেটি খতিয়ে দেখবো। এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এমনকি খুনিদেরও অধিকার আছে আইনী সহায়তা পাওয়ার। এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার জন্য আইনী কাঠামোর মধ্যে যা আছে আমরা সেটা করবো। এসময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ৫ আগস্টের পরে প্রথম শহীদ হওয়া এডভোকেট সাইফুল ইসলাম আলিফ জাতীয় আইনজীবী সমিতির সদস্য ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আলিফের পরিবারকে সবসময় সহযোগিতা করা হবে।এসময় বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মোহম্মদ আরশাদুর রউফ, বাংলাদেশ বার কাউন্সিরের সদস্য এ্যাডভোকেট জয়নুল আবেদীন, এ্যাডভোকেট রুহুল কুদ্দুস, এ্যাডভোকেট বদরুল আনোয়ার, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, এডভোকেট ফরিদ উদ্দিন খাঁন সহ অন্যরা উপস্থিত ছিলেন।