সঙ্গীতশিল্পী সঞ্জিত আচার্যের মৃত্যুতে সাহিত্য পাঠচক্রের শোক প্রকাশ
প্রকাশঃ ১০ ডিসেম্বর ২০২৪ | ২:৫৫
সঙ্গীতশিল্পী সঞ্জিত আচার্যের মৃত্যুতে সাহিত্য পাঠচক্রের শোক প্রকাশ
হোসেন মিন্টুঃ
চট্টগ্রামের আঞ্চলিক গানের খ্যাতিমান সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকার, অসংখ্যা জনপ্রিয় গানের কারিগর, সঞ্জিত আচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ ও সাধারণ সম্পাদক আসিফ ইকবালসহ নেতৃবৃন্দ। শোকবিবৃতিতে নেতৃবৃন্দরা প্রয়াতশিল্পীর আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সঙ্গীতশিল্পী সঞ্জিত আচার্যের মৃত্যুতে চট্টগ্রামের আঞ্চলিক গানের এক অপুরণীয় ক্ষতি হল। এগুণীশিল্পীর আঞ্চলিক গানগুলো যুগ যুগ প্রজন্মের মাঝে বেঁচে থাকবে। নেতৃবৃন্দ এই গুণীশিল্পীকে রাষ্ট্রীয়ভাবে মরোণত্তোর সম্মাননা দেয়ার আহবান জানান।