চট্টগ্রামের পটিয়া উপজেলায় ২৫ হাজার‌ মানুষকে শীতবস্ত্র বিতরণ “কেডিএস গ্রুপের”

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম’র পটিয়া উপজেলার ১৭ টি ইউনিয়নে কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বা’র সভাপতি আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে গত (২০ ডিসেম্বর) শুক্রবার সকালে পটিয়া সাঁইদাইর গাউসিয়া দিলওয়ারা বেগম সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মাঠে নিজস্ব অর্থায়নে ২৫ হাজার শীতার্থ গরীব দুঃখী অসহায় লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান চলার সময় তিনি তার বক্তব্যে বলছেন, শীতের তীব্রতায় দরিদ্র ও অসহায় মানুষদের কে ঠান্ডার কষ্ট থেকে শীতার্থদের শীতকে নিবারণ করা জরুরি। তাই প্রতি বারের মতন এ বারও তীব্র শীত থেকে অসহায় মানুষকে রক্ষা করা সকলের দায়িত্ব ও কর্তব্য। এ সময় তিনি পটিয়া উপজেলার মধ্যে সাঁইদার, বুধপুরা, জিরি, হরিণখাইন, কাশিয়াইশ, আশিয়া, গোরনখাইন, মহিরা, ভান্ডারগাঁও, বেলখাইন, বরলিয়া, কুসুমপুরা, বিনিনিহারা, কৈয়গ্রাম, মালিয়ারা, মহিরা, কর্তলা, পিঙ্গলা, পুরিক্তা, উত্তর দেয়াং সহ ১৭ ইউনিয়নের মধ্যে ২৫ হাজার অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন, কেডিএস গ্রুপ চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান। তিনি আরও বলেন, মানব সেবায় বড় প্রধান ও উক্তম এবাদত। তার উপরে কোনোও ধর্ম নেই। তাই সমাজের বিত্তবান সবাইকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক আহমেদুল হক আহমদ, মোঃ: হাসেম চৌধুরী, এবিটসের সভাপতি ইদ্রিচ অপু, সাইফুল ইসলাম, কেডিএস গ্রুপের কাজল বড়ুয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ