চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সীরাতুন্নবী সাঃ মাহফিলে “জুলুম বাজের পিছনে কেউ যাবেন না”—শাহাজাহান চৌধুরী
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সীরাতুন্নবী সাঃ মাহফিলে
“জুলুম বাজের পিছনে কেউ যাবেন না”—শাহাজাহান চৌধুরী
মনির হোসেন, পতেঙ্গা থানা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উত্তর পতেঙ্গাস্থ হোসেন আহমদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সীরাতুন্নবী সাঃ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। এসময় তিনি আরো বলেন, বিদায়ী ফ্যাসিস্ট সরকারের দোসরদের প্রতিরোধে সকল শ্রমিক-জনতা কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, যারা আলেম- ওলামায়ের উপর জুলুম নির্যাতন চালিয়েছেন তাদের জাতি ক্ষমা করবে না। পতেঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চবি’র আরবি বিভাগের প্রফেসর ডঃ মুহাম্মদ নিজাম উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও টিভি চ্যানেলের আলোচক ডাঃ মুহাম্মদ হুমায়ুন কবীর, পতেঙ্গা ইসলামীয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, হোসেন আহমদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম ক্বারী মুহাম্মদ ইব্রাহীম খলিল সহ বিশিষ্ট আলেম ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। সীরাতুন্নবী সাঃ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়েছে।