অপহরণ আতংকে কৃষকদের চাষাবাদ হুমকির মুখে

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও পাহাড়ি এলাকায় প্রতি দিনের মত কুষি কাজ করতে গিয়ে হামিদুর রহমান হামিদ (৬২) পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন ২ নং ওয়ার্ড মোঃ আফজল হোসেনের পুত্র। অন্য আর একজন মুজিবুর রহমান (৩৩) তিনি একই উপজেলার হাইদগাঁও ৬নং ওয়ার্ড মনির আহমদের পুত্রসহ দুই জন কৃষক কে একদল পাহাড়ি সন্ত্রাসীরা গত সোমবার বিকালে অপহরণ করা হয়েছে বলে এলাকাবাসীর সুত্রে অভিযোগে পাওয়া গেছে, এবং মুজিবুর রহমান নামের অপহৃত এক কৃষক কৌশলে পালিয়ে গেলেও অপর আর একজন কৃষক হামিদুর রহমান হামিদ ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে সেই দিন গত সোমবার গভীর রাতে ছাড়া পান। স্হানীয়রা আরও জানান কৃষক হামিদ ও মুজিব প্রতিদিন হাইদগাঁও পাহাড় এলাকায় কৃষি কাজে গিয়ে দু”জন্য কে অপহরণ করে পাহাড়ি একদল সন্ত্রাসীরা মুখোশ পরিধান করে গহীন অরুন্যে নিয়ে গিয়ে তাদের কাজ থেকে মোবাইল নম্বর নিয়ে পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এবং মুক্তিপণ ৩০ হাজার টাকা দেওয়ায় কৃষক হামিদকে ছেড়ে দেওয়া হয়েছে। অপর জন কৌশলে পালিয়ে যায়। কিছু দিন আগে (১ জানুয়ারি) পটিয়া কেলিশহর ইউনিয়ন খিল্লাপাড়া গ্রাম এলাকা থেকে কৃষক মোঃ মামুন মিয়া প্রকাশ মনছুর (৪৬) ও সাইর আহমদ (৫০) নামের দু”জন অপহরণ হয়। তারা দু”জনের মধ্যে মোঃ মনছুর আলম নামের এক কৃষক ৮০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে রক্ষা পান। দীর্ঘ কিছু দিন ধরে উপজেলার কেলিশহর, হাইদগাঁও, কচুয়ায় ও খরনাসহ পাহাড়ি এলাকায় অপহরণ আতংকের মধ্যে কৃষকরা চাষাবাদ কাজে হুমকির মুখে পড়েছেন। প্রশাসনের কোনও ভুমিকা তেমন দেখা যাচ্ছে না। এলাকা লোকজনরা আতংকগ্রস্ত হয়ে মহাসংকটে দিনপাত করেছেন। অপহরণে মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া হামিদের পুত্র মোঃ কায়সার আলম বলেন, মুক্তিপণের টাকা দিয়ে গত সোমবার গভীর রাতে তার বাবাকে মুক্তিপন দিয়ে প্রাণে রক্ষা পান। অপর জন কৌশলে পালিয়ে গিয়ে মুক্তিপণ দেওয়া খেকে রক্ষা পেয়েছেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নুর বলেন, এ বিষয়ে এ পর্যন্ত কোনোও অভিযোগ পাওয়া যায়নি। কিন্তু লোকজন মাধ্যমে জানতে পেরে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত অব্যহত রয়েছে। কিন্তু অপহরণের মুক্তিপণ দাবির বিষয়ে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য পেলেই প্রশাসনের কাজ করা সহজ হবে। তিনি এ বিষয়ে সকলের সহায়তা কামনা করেছেন। কৃষক অপহরণে পুলিশ কটোর অবস্থানে রয়েছে বলে জানান।

নিউজটি শেয়ার করুনঃ