চট্টগ্রাম’র পটিয়া উপজেলার আমির ভান্ডার ওরশে মাইক ও ডিজে পার্টি নিষিদ্ধ

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় (১৫ জানুয়ারী) আমির ভান্ডার দরবার শরীফে ১৩৯ তম ওরশ উপলক্ষে দুর-দূরান্ত থেকে আসতে শুরু করেছেন হাজার হাজার ভক্তবৃন্দরা। এ ওরশ শরীফকে ঘিরে উৎসব মুখর পরিবেশে মুখরিত হতে শুরু করেছে দরবার শরীফ এলাকা। আমিরুল আউলিয়া হযরত আমিরুজ্জমান শাহ (র:) ওরশে বেশ কিছু দিক নির্দেশনার পাশা-পাশি ভক্তবৃন্দের যাতায়াত সুৃবিধার্থে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে মঞ্জিল সমূহে মাইক ও সাউন্ড বক্সের ব্যবহার, রেকর্ড করা সঙ্গীত ও আশ-পাশে ডিজে পার্টি নিষিদ্ধ। এ বিষয়ে গতকাল সোমবার পটিয়াস্থ দরবারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ওরশ পরিচালনা ও আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও সাংবাদিক আবেদুজ্জমান আমিরী। এ সময় উপস্থিত, ওরশ পরিচালনা কমিটির আহবায়ক ইলিয়াছ চৌধুরী ভূট্টো, যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, মো মনছুর, মো আবছার উদ্দিন সোহেল, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য মনছুর আলম, মো হারুন, মো কালাম, মো ফারুক, আমির ভান্ডার সংসদের সাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ আরিফুজ্জমান আমিরী, এতে বিশেষ মোনাজাত পরিচালনায় আওলাদে আমির ভান্ডারী পীরে কামেল সামূনুর রশিদ শাহ আমিরী প্রমুখ। তারা আরও বলেন, অন্যান্য সিদ্ধান্ত সমূহ হল, খতমে বুখারী শরীফ, আওলাদগণ পক্ষে আমির ভান্ডার বড় রওজায় খতমে কোরআন ও মিলাদ মাহফিল। এশার পর তাওয়াফ ও মিলাদ ওরশের দিন এশার সময় থেকে রাত এগারটা পর্যন্ত মঞ্জিল সমুহে সাউন্ড ব্যবহারসহ বাদ্য-বাজনা বন্ধ। আইন শৃঙ্খলা রক্ষার্থে নিষিদ্ধ গাড়ি যোগে ডিজে পার্টি বন্ধ। শুধু মাত্র আযান ও সম্মিলিত মিলাদের জন্য কেন্দ্রীয় ভাবে মাইক ছাড়াও অন্য মঞ্জিলে মাইক ব্যবহার করা বন্ধ। দরবার এলাকায় বসানো যাবে না কোন ধরণের মেলা বা দোকান-পাঠ।আসন্ন ওরশ শরীফে আগের বছরে মত এ বারও বিভিন্ন পদক্ষেপ সমূহ ঠিক রেখে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে আমির ভান্ডার সংসদ ও ওরশ পরিচালনা কমিটি।

নিউজটি শেয়ার করুনঃ