খাজা মঈনউদ্দিন হাসান চিশতী আজমিরি (রঃ)’র ১৪তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত

এম এস শ্রাবণ মাহমুদ,রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ

সুলতানুল হিন্দ আতায়ে রাসূল (দঃ)খাজা গরীবে নেওয়াজ, হযরত খাজা মঈনউদ্দিন হাসান চিশতী আজমিরি (রঃ) পবিত্র ১৪তম বার্ষিক ওরস মোবারক উপলক্ষে আজিমু্শ্মান সুন্নি সম্মেলন, শনিবার (১৮ই জানুয়ারি) ২০২৫ রাঙ্গামাটি সদরস্থ কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন এর তালুকদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বাদে আছর হতে মধ্যরাত পর্যন্ত ইসলামিক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবছরের ন্যায় এই বছরও তালুকদার পাড়া হযরত খাজা গরীবে নেওয়াজ(রাঃ) ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে ১৪তম বার্ষিক ওরশ মোবারক ও সুন্নি সম্মেলন উপলক্ষে দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের জন্য রয়েছিল বিশেষ ব্যবস্থা এবং মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলে প্রজেক্টর এর মাধ্যমে ওয়াজ শুনার সু-ব্যবস্থা
সহ রাস্তাঘাটে আলোক সজ্জায় সজ্জিত প্যান্ডেলের মনমুগ্ধকর পরিবেশ।

উক্ত ওরশ মোবারক ও সুন্নী সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা মোঃ আবুল হাশেম (মাঃজিঃআ) খতিব, তালুকদার পাড়া জামে মসজিদ, বেতবুনিয়া।

মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ সাখাওয়াত রেজা কাদেরী (প্রতিষ্ঠাতা পরিচালক-গাউছিয়া আহমদিয়া সুন্নিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসা, মহেশখালী, কক্সবাজার)।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ্ আলম আল কাদেরী (পেশ ইমাম, বেতবুনিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ) খতিব হালিমপুর দরবাণীর বাড়ী জামে মসজিদ, রানীরহাট, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

নিউজটি শেয়ার করুনঃ