কোচিং সেন্টা’র শিক্ষক ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট রেলস্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি চলন্ত ট্রেনে শিক্ষক রাজন দত্ত (৩৫) নামের একটি কোচিং সেন্টারের শিক্ষক চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। শিক্ষক রাজন পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়ন ৪নং ওয়ার্ড এলাকার মিলন দত্ত বাড়ির মৃত মিলন দত্তের পুত্র। স্হানীয় সুত্রে জানা গেছে, তিনি একটি চিরকুট লেখে বাড়ির ড্রয়ারে রেখে অদ্য শুক্রবার সকালে বাড়ি থেকে বেড় হন। এবং চিরকুটে লেখা ছিল, আমার এ জন্মের সকল উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তাই আমায় এখন এ জীবন ত্যাগ করে চলে যেতে হবে। আমার এ চলে যাওয়াতে কারো কোন হাত নেই। শিক্ষক রাজন দত্ত দীর্ঘদিন ধরে পটিয়া ধলঘাট এপেক্স কোচিং সেন্টারে শিক্ষকতা করে আসছেন।আজ শুক্রবার সকালে শার্ট, প্যান্ট পড়ে ঘর থেকে বের হয়ে সকাল ৮টার দিকে স্হানীয় লোকজন ধলঘাট রেল স্টেশন এলাকায় শিক্ষক রাজনের মৃত দেহ দেখতে পেয়ে লোকজন তাকে সনাক্ত করেন। এর আগে তিনি একটি চিরকুট লিখে ঘরে রেখে কক্সবাজারমুখী চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়েছেন বলে স্থানীয়রা জানান। ট্রেনের ধাক্কায় শিক্ষকের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তন্ময় দে নামের একজন এলাকাবাসী চিরকুট বিষয়ে নিশ্চিত করে বলেন, তার ঘরের ড্রয়ার থেকে চিরকুট পাওয়া গেছে এবং তার পরিবারসহ এলাকার লোকজন চিরকুটে লেখা ছিল। কিন্তু স্থানীয়রা ধারনা করছেন প্রেমঘটিত কিংবা মানসিক অশান্তির কারনে আত্মহত্যা করতে পারেন। পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ড ইউপি সদস্য জুয়েল নাথ বলেন, শিক্ষক হিসেবে তিনি অনেক মেধাবী ছিল। তারা তিন ভাই মধ্যে সেই মেঝ ভাই। পটিয়া রেল স্টেশন মাস্টার রাশেদুল ইসলাম পাভেল বলেন, জিআরপি থানার পুলিশকে জানানো হলে তারা এসে তার লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ রিপোর্টে প্রকাশ করা পর্যন্ত কোনোও অভিযোগ পাওয়া যায়নি। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মোঃ নাজমুল নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোচিং সেন্টার শিক্ষক চলন্ত ট্রেনে আত্মহত্যার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনা স্হলে পাটানো হয়। এ বিষয়ে তদন্ত চলছে, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুনঃ