“আলোকময় ঈদে মেরাজ শরীফের” উপলক্ষে আগামীকাল ২৭শে জানুয়ারী বর্ণাঢ্য শোভাযাত্রা


“আলোকময় ঈদে মেরাজ শরীফের” উপলক্ষে আগামীকাল ২৭শে জানুয়ারী বর্ণাঢ্য শোভাযাত্রা
রাসেল মামুন,বিশেষ প্রতিনিধিঃ
আলোকময় ঈদে মেরাজ শরীফের বর্ণাঢ্য শোভাযাত্রার ছবি ধারন ও সম্প্রচারের জন্য পত্রিকা/ টিভি ক্যামেরাম্যান প্রেরণ প্রসঙ্গে।
সালাম পর নিবেদন এই যে, “আলোকময় ঈদে মেরাজ শরীফের” উপলক্ষে আগামীকাল ২৭শে জানুয়ারী ২০২৫, সোমবার, সকাল ১১ টায় অত্র সংগঠনের উদ্যোগে রাজধানী ঢাকার জিরো পয়েন্ট হতে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখবেন সত্য ও মানবতার ইমাম, বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত।
শোভাযাত্রার গতিপথঃ ঢাকা জিরো পয়েন্ট হতে সকাল ১১টায় শুরু হয়ে প্রেসক্লাব সম্মুখস্থ সড়ক হয়ে হাইকোর্ট মাজার শরীফ প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত আলোচনা, সালাতু সালাম ও দোয়ার মাধ্যমে শেষ হবে।
আলোকময় ঈদে মেরাজ শরীফের মাধ্যমে আমরা দয়াময় আল্লাহতায়ালা ও তাঁর প্রিয়তম নূরনবীকে জানা ও বুঝার এক অতুলনীয় সুযোগ লাভ করি। ঈদে মেরাজ শরীফের শিক্ষা পরম সত্যের নৈকট্য সাধনায় মহাস্মারক ও নির্দেশিকা এবং জীবন সত্যের মূল উপলব্ধির জন্য মহান মেরাজ শরীফের উপলক্ষ্য এক অদ্বিতীয় নিদর্শন।
জাতীয় ও রাষ্ট্রীয় মহা গুরুত্বপূর্ণ এ কর্মসূচীতে আপনার পত্রিকা/টিভির পক্ষ থেকে ছবি ধারন ও সম্প্রচারের ব্যবস্থা গ্রহন এবং এজন্য বর্ণাঢ্য শোভাযাত্রায় যথাসময়ে একজন পত্রিকা/টিভি ক্যামেরাম্যান প্রেরনের একান্ত অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য যে, এতদুপলক্ষে আলেম ওলামা, পীর মাশায়েখ, ভাই বোন, সর্বস্তরের জনতার অংশ গ্রহনে দেশের বৃহত্তম ও একমাত্র কর্মসূচী।
বার্তা প্রেরক,
মাঈন উদ্দিন টিটু
দপ্তর সম্পাদক,
বিশ্ব সুন্নী আন্দোলন
মোবাইল: ০১৭১১ ৪৫ ৫৩ ০৩
(বিজ্ঞপ্তি)

Admin
এ সংক্রান্ত আরো খবর
