আগামী ৮ ফেব্রুয়ারী শুভ উদ্বোধন হতে যাচ্ছে শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র


আগামী ৮ ফেব্রুয়ারী শুভ উদ্বোধন হতে যাচ্ছে শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র
সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ
ক্রীড়ায় শক্তি, ক্রীড়া মূক্তি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই চট্টগ্রামের পটিয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনায় আগামী ৮ ফেব্রুয়ারী ২০২৫ শুভ উদ্বোধন হতে যাচ্ছে শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এ টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করবে চট্টগ্রাম ব্রাদার্স বনাম মোহাম্মদ নগর স্পোটিং ক্লাব। এ টুর্নামেন্ট পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, দোহাজারী ও চট্টগ্রাম মহানগরী সহ দক্ষিণ চট্রগ্রামের ৮ টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।টুর্নামেন্ট কমিটি সুষ্ঠু ভাবে এ টুর্নামেন্ট আয়োজনে সব ধরনের পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক পটিয়া উপজেলা আহবায়ক আলহাজ্ব এনামুল হক এনামের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। গতকাল সোমবার এ উপলক্ষে পটিয়া বিএনপির কার্যালয়ে সংবাদ ব্রিপিং করা হয়। এতে প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক এনাম, টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা পৌর সভার সাবেক মেয়র পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, টুর্নামেন্ট কমিটির আহবায়ক নাজমুল হক রিপন, সদস্য সচিব মোজাম্মেল হকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, মোহাম্মদ ঈসমাইল, মঈনুল আলম ছোটন, তৌহিদুল আলম, হাজী আবুল কাসেম, শাহজাহান চৌধুরী, আবুল কালাম বাবুল, নাসির উদ্দিন, বাদশা মিয়া, বোরহান উদ্দিন, নাছির উদ্দিন, মফিজুল ইসলাম, আবসার উদ্দিন সোহেল, হাবিবুর রহমান রিপন, ওবায়দুল হক রিকু, মোহাম্মদ জাহের, সাখাওয়াত হোসাইন, আবু নোমান লিটন, এস এম নয়ন, সেকান্দর বাদশা প্রমূখ। পৃষ্ঠপোষক এনামুল হক এনাম বলেন, এ টুর্নামেন্ট মাধ্যমে শহীদ জিয়ার আদর্শ যেমন সব মহলের মাঝে তুলে ধরা যাবে, তেমনি নতুন নতুন খেলোয়াড় সৃষ্টির ক্ষেত্রে ও অবারিত সম্ভাবনাকে কাজে লাগানো যাবে। তিনি খেলাধুলার মাধ্যমে পটিয়াকে সম্প্রীতি, ক্রীড়া ও ভাতৃত্বের নগরীতে পরিণত করতে সকলকে এ টুর্নামেন্ট সফলে এক যোগে কাজ করার আহবান জানান। উল্লেখ্য এ টুর্নামেন্টে মোট ৮ দলের মধ্যে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন, আগ্রাবাদ নেমা ফুটবল একাডেমী, মোহাম্মদ নগর ফুটবল দল, বোয়ালখালী ফুটবল একাদশ, লোহাগড়া ফুটবল একাদশ, চন্দনাইশ ফুটবল একাদশ, দোহাজারী ফুটবল একাদশ, কর্ণফূলী জিয়া স্মৃতি সংসদ, উদ্বোধনী খেলা জমজমাট করতে সব ধরনের পদক্ষেপ গ্রহন করা হবে বলে টুর্নামেন্ট কমিটি আশা প্রকাশ করেন।

Admin
এ সংক্রান্ত আরো খবর
