হেফাজত ইসলাম”র বিতর্কিত কমিটি বাতিলের দাবী


হেফাজত ইসলাম”র বিতর্কিত কমিটি বাতিলের দাবী
সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ
হেফাজত ইসলাম চট্টগ্রামের পটিয়া উপজেলার শাখার বিতর্কিত কমিটি বাতিলের দাবী জানান, বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা। অদ্য (বুধবার) পটিয়ায় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ ব্রিপিংয়ে নেতৃবৃন্দরা এ দাবী জানান। এ সময় উপস্থিত হেফাজত ইসলাম পটিয়া উপজেলা কমিটির সভাপতি কৈয়গ্রাম মাদ্রাসার পরিচালক মাওলানা আতাউল্লাহ্, সাধারন সম্পাদক খরনা ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোস্তাক আহম্মদ, সহ সভাপতি মাওলানা আবু সুফিয়ান, মাওলানা হাফেজ নাছের, যুগ্ম সম্পাদক মাওলানা বেলাল, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইব্রাহিম, প্রচার সম্পাদক মাওলানা আজগর হোসাইন, মুফতি মাওলানা ওমর ফারুক প্রমুখ। নেতৃবৃন্দ বলেন হেফাজত ইসলাম আমির মুফতি আল্লামা মুহিবুল্লাহ্ বাবুনগরী গত ১৭ নভেম্বর মাওলানা আতাউল্লাকে সভাপতি ও মাওলানা মোস্তাককে সাধারন সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট হেফাজত ইসলাম পটিয়া উপজেলা কমিটি ঘোষনা দেন। আওয়ামী লীগ সময়ে হেফাজতের যে সমস্ত নেতাকর্মীরা হামলা-মামলা ও কারা নির্যাতনের শিকার হয়েছে তাদের স্থান দেওয়া হয়। তিন মাস না যেতেই কিছু আওয়ামী ফ্যাসিবাদের দোষর নিজেদের রক্ষা করার জন্য একটি বিতর্কিত কমিটি সাজিয়ে গত ২৮ জানুয়ারী পটিয়া জিরি আলজামেয়া মাদ্রাসায় হেফাজতের আমির মুফতি আল্লামা মুহিবুল্লাহ্ বাবু নগরীকে প্রধান অতিথি করে আনুষ্টানিক ভাবে বিতর্কিত কমিটি ঘোষনা দেন। চলমান কমিটিকে না জানিয়ে একটি সুবিধাবাদী চক্র হেফাজত আমিরকে ভুল বুজিয়ে বিতর্কিত কমিটির অনুমোদন নেয়। এ কমিটির অনেকে আঃলীগ সরকারের সুবিধাভোগী দালাল। তাদের বিরুদ্ধে জায়গা দখল, ভূমিদস্যু, অবৈধ প্লট ব্যবসা লুটপাটের অভিযোগ রয়েছে। মাওলানা আজগর হোসাইন জানান, ভূমিদস্যু, দখলবাজ, অর্থআত্মসাৎকারী আব্দুর রহিম রাজন নামের এক ব্যক্তি আজিজুল হক ইসলামাবাদীকে নিয়ে জিরি মাদ্রাসার মুহতামিম মাওলানা খোবাইবকে ব্যবহার করে এ কমিটির ব্যবস্থা করেন। তারা অবিলম্বে এ কমিটি বাতিল করে গ্রহণ যোগ্য একটি কমিটি গঠনের জন্য হেফাজত ইসলামের আমিরসহ নেতবৃন্দের প্রতি দাবী জানান।

Admin
এ সংক্রান্ত আরো খবর
