সাংবাদিক হোসেন বাবলা’র বড়ভাই এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক


সাংবাদিক হোসেন বাবলা’র বড়ভাই এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম নগরীর ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড, কাজীর গলিস্থ আব্দুল মিয়াজীর বাড়ি নিবাসী, মরহুম ফছিউল আলম এর প্রথম পুত্র মোঃ আলমগীর ওয়েল্ডার (৪৬) গতকাল ২৯জানুয়ারি, বুধবার রাত ৮:৩০ মিনিটে দীর্ঘ ৯ বছর যাবত কঠিন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি….রাজেউন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২:৩০ মিনিটে দক্ষিণ হালিশহর, সাইট পাড়া কবরস্থান প্রাঙ্গণে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক কাউন্সিলর ও নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরফরাজ কাদের রাসেল, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এডহক কমিটি, সাবেক মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম, বাংলাদেশ সাংবাদিক ক্লাব চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটি, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি, চট্টগ্রাম দাবা খেলোয়াড় এসোসিয়েশন (সিসিপিএ), দৈনিক নব দেশ বার্তা পত্রিকা পরিবার, চট্রবাণী পত্রিকা পরিবারের সম্পাদক মন্ডলী, সিএনএন বাংলা২৪ ডটকম চট্টগ্রাম ব্যুরো অফিস, দৈনিক দিনকাল পরিবার -চট্টগ্রাম, দৈনিক মানব সময় পত্রিকার সম্পাদক মন্ডলী, দৈনিক প্রিয় চট্টগ্রাম পরিবার, ওয়েল্ডার সমিতি ইপিজেড, পতেঙ্গা-হালিশহর অঞ্চলের সভাপতি ও সাধারণ সম্পাদক, আলোর পথে যুব সাহিত্য ফোরাম চট্টগ্রামের সদস্য বৃন্দ, গাউছিয়া কমিটি ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক, কাজীর গলি সোলতান আহমদ জামে মসজিদ পরিচালনা কমিটি, হক সাহেব রোড সামাজিক উন্নয়ন পরিষদ, গাউছিয়া কমিটি নারিকেল তলা শাখা, গাউছিয়া ব্লাড ডোনার্স ফেডারেশন, পতেঙ্গা ফুটবল ট্রেনিং একাডেমি, ফরিদ ফুটবল একাডেমি-পতেঙ্গা, আহলে বাইতে রাসূল (দ:) তরুণ সংস্থা, মমতা লোকাল প্রজেক্ট ডেভেলপমেন্ট কমিটি (এলপিডিসি), দক্ষিণ হালিশহর চেস ক্লাব এস সি সি ব্যাচ-২০০০ (দ: হা:উ:বি) এবং সী-ম্যান উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য যে, মোঃ আলমগীর ৩৯ নং ওয়ার্ডের সাবেক বহুল পরিচিত মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

Admin
এ সংক্রান্ত আরো খবর
