গ্যাস ভর্তি সিলিন্ডার বিস্ফোরণে মিনি ট্রাকে আগুন


গ্যাস ভর্তি সিলিন্ডার বিস্ফোরণে মিনি ট্রাকে আগুন
সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন মাদ্রাসার গেইট শান্তিরহাট বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাকের ব্যাটারি সংযোগ শর্ট সার্কিট থেকে গ্যাস ভর্তি সিলিন্ডার বিস্ফোরণে গাড়িতে আগুনের সুত্রপাত ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল শুক্রবার ৪ টার দিকে এ ঘটনা ঘটে। স্হানীয়রা জানিয়েছেন, জিরি মাদ্রাসা গেইট শান্তিরহাট বাজারে রাখা একটি মিনি ট্রাকের ব্যাটারি সংযোগের সময় শর্ট সার্কিট থেকে গ্যাস ভর্তি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একটি মিনি ট্রাকে আগুন ধরে যায়। আগুনের খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ছুটে গেলেও এর আগে আগুনে গাড়িটি পুড়ে গেছে। পটিয়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আসাদ বলেছেন, একটি মিনি ট্রাকের ব্যাটারি সংযোগ শর্ট সার্কিট থেকে গ্যাস ভর্তি সিলিন্ডার বিস্ফোরণে গাড়িতে আগুনের সুত্রপাত ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Admin
এ সংক্রান্ত আরো খবর
