পটিয়া একতা সংঘের খৎনা ক্যাম্প ও কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন


পটিয়া একতা সংঘের খৎনা ক্যাম্প ও কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
হোসেন মিন্টুঃ
আজ ৯ই ফেব্রুয়ারী, পশ্চিম পটিয়ার ঐতিহ্যবাহী মানবিক সংগঠন চাপড়া মানবিক ফাউন্ডেশন একতা সংঘ কর্তৃক আয়োজিত ৪র্থ বারের মত বিনামূল্যে খৎনা ক্যাম্প ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান সংগঠনের সভাপতি সংগীত শিল্পী হাশেম আক্তারী সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফোরকান আলী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রিয়া সংগঠক মোহাম্মদ রাসেল চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়েস্টার্ন মেরিন শীপ ইয়ার্ড এর কন্ট্রাক্টর বিশিষ্ট সমাজ সেবক আব্দুল গফুর, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীত আব্দুর রহমান হিলু। বিশেষ অতিথি যথাক্রমে রবিউল আলম রবি মেম্বার, ডাক্তার নুর হোসেন, হাফেজ মোহাম্মদ সাজিত, জাগির আহম্মদ বাবু, নুর মোহাম্মদ সারাং, কবির মিস্তিরি, জাবেদ বাবু, ওয়াসিম বাবু, তসকির বাবু, সংগঠনের সভাপতি সংগীত শিল্পী হাশেম আক্তারী, সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম, এবং উক্ত সংঘটনের সকল সিনিয়র জুনিয়র সদস্যবৃন্দ।
খৎনা ক্যাম্প ও কম্বল বিতরণ সফল করার জন্য যারা দেশ ও বিদেশ থেকে সার্বিক সহযোগিতা করেছেন। তাদের সবাইকে চাপড়া মানবিক ফাউন্ডেশন একতা সংঘ ক্লাব এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সকল সদস্যগণ।

Admin
এ সংক্রান্ত আরো খবর
