নগরীর পতেঙ্গা থানা পুলিশের অভিযানে ৬০০০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ ৪ জন গ্রেফতার

প্রকাশঃ ৫ মার্চ ২০২৫ | ১২:৪০

নগরীর পতেঙ্গা থানা পুলিশের অভিযানে ৬০০০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ ৪ জন গ্রেফতার
মনির হোসেন,পতেঙ্গা থানা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মডেল থানার এসআই-হেলাল উদ্দীন সংগীয় ফোর্স সহ ৪১নং ওয়ার্ড বোট ক্লাবের পাশে কর্ণফুলী নদীর অভ্যন্তরে ১২নং ঘাট এলাকায় ৪মার্চ রাত ৫টায় অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটে রক্ষিত ৩০(ত্রিশ)টি ড্রামে মোট ৬,০০০/- (ছয় হাজার) লিটার ডিজেল উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত আসামী, দ্বীন মোহাম্মদ (৩৩), সৈয়দ কাসিম (৩০), মোঃ জাবেদ হোসেন (২২) ও মোঃ দাদন মাঝি (৪২) দের গ্রেফতার করেন। এরই প্রেক্ষিতে তাদের পতেঙ্গা মডেল থানার মামলা নং-০৩, তারিখ-৪-৩-২০২৫ ধারা-The Special Power Act, 1974 Section- 25B/25D দায়ের করা হয়। পরে তাদের পতেঙ্গা থানায় মামলায় বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Admin
এ সংক্রান্ত আরো খবর
