চ্যানেল টেন টিভি ও চট্টগ্রামের কণ্ঠ পত্রিকার যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ ইউছুপ,চট্টগ্রামঃ

বন্দর নগরী চট্টগ্রামের ডবল মুরিং থানাধীন দেওয়ান হাটে অবস্থিত একটি রেষ্টুরেন্টে চ্যানেল টেন টিভি ও চট্টগ্রামের কণ্ঠ পত্রিকার যৌথ ব্যবস্থাপনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পত্রিকার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের নানা স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

চ্যানেল টেন টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং চট্টগ্রামের কণ্ঠ পত্রিকার সম্পাদক শামসুল আলম রানা’র সভাপতিত্বে এবং শাপলা টেলিভিশনের চেয়ারম্যান এইচ এম ওসমান গনি চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম হতে প্রকাশিত দৈনিক শাহ আমানত পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোহাম্মদ ফরিদ উদ্দীন।

তিনি এ সময় বলেন, “রমজান মাস ধৈর্য, সংযম ও সততার শিক্ষা প্রদান করে। এ মাসে সকল সাংবাদিকদের সততার শিক্ষা গ্রহণ করা উচিত। দেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কলমের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি কোণায় জনগণকে সচেতন করার দায়িত্ব সাংবাদিকদের। দেশের চলমান পরিস্থিতিতে দুর্নীতিবাজদের রক্তচক্ষু ও অনৈতিক প্রভাবে প্রভাবিত না হয়ে, ঐক্যবদ্ধভাবে সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে কলমের মাধ্যমে সমাজকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার আহ্বান জানাই।”

পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ মোহাম্মদ সেলিম উল্লাহ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও কলামিস্ট এমরানুল ইসলাম মুকুল। তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের সমাজে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইফতার মাহফিল শুধুমাত্র রোজা ভাঙার একটি অনুষ্ঠান নয়, এটি একটি মিলনমেলা, যেখানে আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে আল্লাহর রহমত লাভের চেষ্টা করি। আমাদের সকলের উদ্দেশ্য একত্রে ভালো কাজ করা, সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা এবং আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্বগুলো ঠিকভাবে পালন করা। এই ধরনের আয়োজনে অংশগ্রহণ আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি, সবার মাঝে ভালোবাসা ও সহমর্মিতা সৃষ্টি করতে সহায়তা করে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল টেন টিভির উপদেষ্টা নুরুল আবছার তৌহিদ, সাপ্তাহিক আবেদন পত্রিকার সম্পাদক লায়ন মৌলানা মোঃ ইউসুপ, চ্যানেল টেন টিভির উপদেষ্টা জি এম মাহফুজুর রহমান, চট্টগ্রাম মেট্রো হকার্স সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, রেয়াজ উদ্দিন বাজার বনিক সমিতির সদস্য আক্তার কামাল, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রিপোর্টার এস এম মঈনুদ্দীন, দৈনিক চট্রগ্রামের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদ শহিদুল ইসলাম খোকন, মোহাম্মদ জুনাইদ, মোহাম্মদ রুবেল, মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আফতাব আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ গাজী লিটন, মোঃ মুজিবুর রহমান, সাংবাদিক গিয়াস উদ্দিন লিটন, সাংবাদিক ঝুমা আক্তার, সিইও চ্যানেল টেন টিভি সাংবাদিক বেলাল, ই-টেন টিভির চট্টগ্রাম বিভাগীয় প্রধান সাংবাদিক রিদওয়ান, দ্বিপ টিভির চেয়ারম্যান মোহাম্মদ রুবেল, জাতীয় সাপ্তাহিক গোয়েন্দা ডায়রি পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় বু্যরো প্রধান সাংবাদিক হোসেন মিন্টু, চ্যানেল টেন টিভির নিউজ প্রেজেন্টার শারমিন সরকার, চ্যানেল টেন টিভির নিউজ প্রেজেন্টার গিয়াস উদ্দিন টিটু, সাংবাদিক সাইফুল আলম দৈনিক ভোরের ডাক, চ্যানেল টেন টিভির ফটো সাংবাদিক মোহাম্মদ লিটন, সাংবাদিক কাজী প্রিয়া আক্তার মুক্তা, দৈনিক চট্টগ্রামের কণ্ঠ পত্রিকার রিপোর্টার সাংবাদিক আমানুল্লাহ আমান, সেলিম বাদার্সের জি এম এমডি জামাল উদ্দিন, প্রমুখ।

পরে ইফতার বিতরণ এবং সকল মুসলিম উম্মাহর উপর আল্লাহ পাকের রহমত কামনায় মাওলানা মোহাম্মদ মাহফুজের পরিচালনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুনঃ