ইসরায়েলি বর্বরতা
               মোঃ সৈয়দুল ইসলাম

আকাশ থেকে বোমা ফেলে
করছে গাজা ধ্বংস,
নেতানিয়াহু হারামজাদা
কোন জালেমের বংশ।

রকেট হামলা বোমার আঘাতে
পুড়ছে বাড়ি গাড়ি,
মরছে শিশু হাজার হাজার
পুরুষ আরো নারী।

এদিক ওদিক ছুটছে সবাই
প্রাণ নাশেরই ভয়ে,
নির্মম নিষ্ঠুর এই বর্বরতা
কেমনে যাবে সয়ে।

বিশ্ব চোখ আজ অন্ধ বুঝি
দেখেনি করুণ দৃশ্য,
ইসরায়েলের বোমার আঘাতে
হয়েছে গাজা নিঃস্ব।

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
আমরা মানুষ শ্রেষ্ঠ,
মানুষ হয়ে মানুষ হত্যায়
করছি কাজ নিকৃষ্ট।

নিউজটি শেয়ার করুনঃ