বিশ্বকাপ ফুটবল
প্রকাশঃ ২ ডিসেম্বর ২০২২ | ১২:৪৮
বিশ্বকাপ ফুটবল
——সৈয়দুল ইসলাম
বিশ্বকাপ ফুটবলের জোয়ার
বইছে জগত জুড়ে,
রঙ বেরঙের নিশান দেখি
দেশ-বিদেশে উড়ে।
জিততেই হবে বিশ্বকাপে
হয় যে পাগলপারা,
ফিরবে না কেউ নিজ দেশেতে
বিশ্ব ট্রপি ছাড়া।
তাইতো মাঠে খেলতে নামে
জয়ের আশা নিয়ে,
গোল দেবে খুব লড়াই করে
মাথার ঘাম ঝরিয়ে।
গোল করে কেউ সোজাসুজি
কেউবা এঁকেবেঁকে,
গোলরক্ষক বল জালের ভেতর
হতাশ হয়ে দেখে।
খেলোয়াড়দের নিখুঁত শটে
জালে গড়ায় বল,
নিজের দলটি জিতলে খুশি
হারলে চোখে জল।
দৈনিক নব দেশ বার্তা/কবিতা