পটিয়া পৌরসভায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে শোভাযাত্রা ও র্যালী
পটিয়া পৌরসভায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে শোভাযাত্রা ও র্যালী
সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম মহানগর (৪ ডিসেম্বর) পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুলের নেতৃত্বে শোভাযাত্রা ও র্যালী গতকাল বিকেলে পটিয়া পৌর চত্বর থেকে শুরু করে র্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইটে গিয়ে শেষ হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দিন হাসান চৌধুরী, বিশেষ অতিথিদের মধ্যে পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র রুপক কুমার সেন, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, কাউন্সিলর শফিউল আলম, কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, কাউন্সিলর জসিম উদ্দিন, কাউন্সিলর সরওয়ার কামাল রাজীব, সংরক্ষিত আসন-১ ও প্যানেল মেয়র বুলবুল আকতার, সংরক্ষিত আসন-২ এর মহিলা কাউন্সিলর ইয়াসমিন আক্তার চৌধুরী, সংরক্ষিত আসন-৩ এর মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম, পৌর আওয়ামী লীগ নেতা মাহবুবুর আলম সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও শাপলা কুঁড়ির আসর ও কুসুম কলির আসর সহ পটিয়ার সর্বস্তরের জনগণ এ সময় উপস্থিত ছিলেন।