নাটোরের নলডাঙ্গায় নানান কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত
নাটোরের নলডাঙ্গায় নানান কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত
জামিল হায়দার (জনি),নাটোর জেলা প্রতিনিধিঃ
ঐতিহাসিক মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে সারাদেশের ন্যায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির পর শহীদ স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস কর্মসূচীর শুভ সূচনা করা হয়।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচীতে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আকতার, মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু সহ উপজেলা পয্যায়ের সকল কর্মকর্তাগণ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ, উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন গুলোর পাশাপাশি বিশ্ব সাহিত্য কেন্দ্র, আনসার ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও ১৫ আগস্টের শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এরপর নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সালাম গ্রহন করেন নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপি। এরপর ডিসপ্লে প্রদর্শন ও খেলাধুলা শেষে উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আকতার এর সভাপতিত্বে, দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ বীরমুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়।
এছাড়াও ধর্মীয় উপসানালয়ে দোয়া ও প্রীতি ফুটবল ম্যাচ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।