পটিয়ায় ১৫ জানুয়ারী আমির ভান্ডার ওরশ শরীফের ব্যাপক প্রস্তুতি

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ শরীফ প্রতি বছরের ন্যায় এ বছর ও আগামী ১৫ জানুয়ারী রবিবার মহা সমারোহে অনুষ্টিত হবে। এ উৎসবে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে কয়েক লক্ষ ভক্ত অনুরক্তের সমাগম হবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন ।

তারা শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ওরশ শরীফ উদযাপনে কমিটি গঠনের পাশপাশি প্রশাসনের কাছ থেকে সহযোগিতা কামনা করেছেন। এবং গতকাল রবিবার সন্ধ্যায় পটিয়া আমির ভান্ডার সংসদের উদ্যোগে ওরশ শরীফ সফলের লক্ষে এক প্রস্তুতি সভায় বেশ কিছু শর্তারোপ করে তা প্রতিপালনে সব মন্জিল ও ভক্ত অনুরক্তদের সহযোগিতা কামনা করা
হয়।

এতে সভাপতিত্ব করেন আমির ভান্ডার সংসদের সভাপতি আলহাজ্ব শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ তৌহিদ শাহ আমিরী প্রধান অতিথি পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, বক্তব্য রাখেন শাহসূফি মামুন রশীদ শাহ আমিরী, আমির ভান্ডার কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এম নাসির উদ্দিন, কাউন্সিলর ও ওরশ পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ সাইফুল ইসলাম, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, আমির হোসেন ম্যানেজার, প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, শাহসূফি কানুন রশীদ শাহ আমিরী, সৈয়দ সিরাজুল মোস্তফা শাহ আমিরী, আলহাজ্ব শাহজাদা সৈয়দ মুহাম্মদ মে’রাজুল আলম শাহ্ আমিরী শাহজাদা সৈয়দ মুহাম্মদ সিরাজুল মোস্তফা শাহ্ আমিরী শাহজাদা সৈয়দ মুহাম্মদ আরিফুজ্জমান শাহ্ আমিরী শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ আমির হোসাইন শাহ্ আমিরী শাহজাদা সৈয়দ মুহাম্মদ খলিলুজ্জমান (শিবলু) শাহ্ আমিরীশাহজাদা সৈয়দ মুহাম্মদ একরামুল হক শাহ্ আমিরী, শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ ফানাফিল্লাহ শাহ্ আমিরী (জামান) শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ নাঈমুল মোস্তফা শাহ্ আমিরী শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ মহিউদ্দীন শাহ্ আমিরী, আলহাজ্ব শাহজাদা সৈয়দ মুহাম্মদ মোরশেদুজ্জমান শাহ্ আমিরী, শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ মোজাম্মেল হক শাহ্ আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ মোতাহেরুল হক শাহ্ (আরমান) আমিরী,শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দীন শাহ্ আমিরী, শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ আশরাফুজ্জমান শাহ্ আমিরী, শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ মুনতাসির আলম শাহ্ আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আসাদুজ্জমান শাহ্ আমিরী (তানিম), শাহজাদা সৈয়দ মুহাম্মদ একরামুল হক আমিরী (আখেরী বাবা),, শাহজাদা সৈয়দ মুহাম্মদ কামাল হোসাইন শাহ্ আমিরী শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ আছরার-এ-আমির শাহ্ আমিরী শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ আহসানুল হক শাহ্ আমিরী প্রমুখ।

এতে ওরশ শরীফ সফলের জন্য ডিজে পাটি বন্ধ, যত্রতত্র ভ্রাম্যমান দোকান, জুয়া জাতীয় কোন কেসিনো ও গরু মহিষ নিয়ে আপত্তিকর কোন আচরণ করা যাবে না। বিশেষ করে ওরশের দিন অর্থাৎ ১৫ জানুয়ারী বিকাল ৫ টার মধ্যে ভক্ত অনুরক্তদের কে হাদিয়া নজরানা নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়। ও শান্তি শৃঙ্খলা রক্ষায় আনসার, পুলিশ ও ৪ গ্রামের নওজোয়ানদের কে নিয়ে উপ কমিটি গঠন করবে ওরশ পরিচালনা কমিটি।

নিউজটি শেয়ার করুনঃ