পটিয়ায় বেগমা সুপার সপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের পটিয়া বাস ষ্টেশন সংলগ্ন বৈলতলী আলম শাহ রোড সংলগ্ন বেগমা সুপার সপের প্রথম বর্ষপুর্তির প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে দিনটি উদযাপন করছেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস. আলম গ্রুপের চেয়ারম্যানের পি,এস আলহাজ্ব আকিজ উদ্দিন চৌধুরী। এ সময় বেগমা সুপার সপের প্রোপাইটার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ খাতুনগঞ্জ শাখার অপারেশন ম্যানেজার আলহাজ্ব মোহাম্মদ আমির হোসাইনের সভাপতিত্বে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জিয়াউন নাহার চৌধুরী চেয়ারম্যান, বেগমা সুপারশপ লেডিস এন্ড কিডস। আলোচনায় অংশ নেন পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সরওয়ার কামাল রাজীব, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জসিম উদ্দীন, সেলিম উদ্দীন ম্যানেজার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ চন্দনাইশ শাখা, রশীদ এনাম ব্যাংকার, কবি ও লেখক, নুরুল আলম ম্যানেজার ইউনিয়ন ব্যাংক লিঃ, শান্তিরহার্ট, পটিয়া শাখা, রবিউল হাসান ম্যানেজার অপারেশন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ পটিয়া শাখা। বোরহান উদ্দীন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আশরাফ খোকন নির্বাহী সদস্য, ফ্রেন্ডস এম্বিশন, পটিয়া, কাজী সোহেল ব্যবস্থাপনা পরিচালক, কনফিডেন্স কোচিং, পটিয়া, সাইফুর রহমান সবুজ ব্যবস্থাপনা পরিচালক, ভিউ ফাইন্ডার। আবদুর রাজ্জাক নির্বাহী সদস্য, ব্যাংকার্স ফোরাম চট্টগ্রাম, মিজানুর রহমান ম্যানেজার, বনলতা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, ইকবাল হোসাইন, রিদোয়ান হোসেন সাদ্দাম প্রধান নির্বাহী, ইউনিটি বিজনেস ফোরাম, মহিউদ্দীন মিথুন নির্বাহী, ইউনিটি বিসনেজ ফোরাম, দিদারুল আলম নির্বাহী ইউনিটি বিসনেজ ফোরাম, কাজী আসিফ জোনাল ইনচার্জ অপপো লিঃ, রানা সরকার প্রমুখ।

প্রধান অতিথি আকিজ চৌধুরী বলেন, আল্লাহর রাসুল (সা.) ব্যবসার মাধ্যমে হালাল জীবিকা অর্জনকে উৎসাহিত করে। রাসুল (সা.) বানী অনুস্বরণ করে ‘তোমরা বাণিজ্য করো, কেননা তোমাদের জীবিকার ১০ ভাগেই বিভক্ত করে এর ৯ ভাগই রয়েছে ব্যবসা-বাণিজ্যের মধ্যে। আল্লাহর নবী মুহাম্মদ (সা.) ব্যবসাকে উৎকৃষ্ট ঘোষণা করেই ক্ষান্ত হননি, তিনি ব্যবসায়ীদের মর্যাদাকে সমুন্নত করতে গিয়ে বলেন, ‘কিয়ামতের দিন সৎ ব্যবসায়ীরা সিদ্দিক ও শহীদদের সঙ্গে উঠবেন। বেগমা সুপার সপ ইসলামি সকল বিধি বিধান মেনে কম লাভে হালাল উপার্জন করে ব্যাবসায়িদের নীতি নৈতিকতা পরিচয় বহন করার আহবান জানান তিনি আরোও বলেন বিভিন্ন ধরনের নিত্য নতুন পন্য সহ গ্রোসারি, লেডিস ও কিডস্ আইটেমের উপর সাশ্রয়ী বিক্রয় অফার ও ১০% ছাড় সহ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুনঃ