সীতাকুণ্ডে লোকালয় থেকে ১২ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

আবদুল মামুন সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ

চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসভা এলাকায় ১২ফুট লম্বা একটি অজগর সাপের দেখা মিলেছে।

সোমবার (১৬আগস্ট) দুপুরে পৌরসভার ২নং ওয়ার্ড পন্থিছিলা -উওর মহাদেবপুর এলাকার পুলন মহাজন বাড়িতে এঘটনা ঘটে। গ্রামে অজগর সাপের সন্ধানের খবর চারদিকে ছড়িয়ে পড়লে সাপটি দেখতে স্থানীয় লোকজন ঐ বাড়িতে ভীড় জমায়। পরে ঐদিন সন্ধ্যায় অভিনব কায়দায় সাপটিকে ধরে ফেলে গ্রামের যুবক কামাল, মনির, রায়হান ও বাহার। পরে বন বিভাগ কে বিষয়টি অবহিত করা হলে তারা এসে ১২ফুট লম্বা অজগর সাপটি নিয়ে যায়।পুলিন মহাজন বাড়ির বাসিন্দা তুষার চৌধুরী বলেন, দুপুরে আমাদের বাড়ির ডোবায় অজগর সাপটির দেখা মেলে।এসময় সাপটি আমাদের ২টি হাঁসকে মেরে ফেলে। সারাদিন সাপটি ডোবার পাড়েই দৃশ্যমান ছিল। এসময় উৎসুক জনতা সাপটিকে দেখতে আমাদের বাড়িতে ভীড় করে। বাড়িতে অজগর সাপ দেখতে পেয়ে আমরা বেশ ভয়ে ছিলাম। সাপটি যে ২টি হাঁসকে মেরে ফেলেছে, আমরা ঐ মৃত হাঁস গুলো বাড়ির উঠানে এনে রেখে পাশেই লুকায়িত ভাবে অবস্থান করি। প্রায় ঘণ্টা খানেক পর সাপটি হাঁসগুলো খেতে আসলে আমরা মাছ ধরার জাল ছুড়ে মারি। এসময় বিশাল আকৃতির অজগর সাপটি জালে আটকা পড়লে আমরা ধরতে সক্ষম হয়।জঙ্গলে খাদ্য সংকটের কারণে অজগর সাপটি লোকালয়ে চলে আসে। পরে বন বিভাগের লোক অজগর সাপটি উদ্ধার করে গভীর বনে অবমুক্ত করেন।

নিউজটি শেয়ার করুনঃ