চট্টগ্রামে জাপানী পর্যটকদের আগমনে ট্যুরিস্ট পুলিশের পক্ষ হতে ফুল দিয়ে বরণ

হোসেন মিন্টুঃ

আজ ৫ জন জাপানী পর্যটক বন্দর নগরী চট্টগ্রাম (৬ই ফেব্রুয়ারি) ২৩ আগমনে ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের পক্ষ হতে শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় ট্যুরিস্ট পুলিশ, পতেঙ্গা জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ ইসরাফিল মজুমদার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জাপানী পর্যটকগণ চট্টগ্রাম নগরীর পতেঙ্গা, ওয়ার সিমেট্রেসহ বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেন। পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়ন আপেল মাহমুদ এর নির্দেশনায় ট্যুরিস্ট পুলিশের একটি দল তাদের সার্বিক নিরাপত্তা প্রদান করে।

উল্লেখ্য যে, গত কয়েক মাসে ভারত হতে প্রায় ১২০ জন ভারতীয় পর্যটক চট্টগ্রামের বিভিন্ন ট্যুরিস্ট স্পট পরিদর্শন করেন যার সার্বিক নিরাপত্তায় ছিলেন, ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়ন।

বিগত কয়েক বছর ধরে ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের পক্ষ হতে চট্টগ্রামের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে নিরাপত্তা প্রদান করা হচ্ছে। এর ফলে উল্লেখযোগ্য হারে দেশী বিদেশী পর্যটক বৃদ্ধি পেয়েছে। তাছাড়াও গত এক বছরে ১৭১ জন নিখোঁজ শিশু উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ, পতেঙ্গা জোন। এভাবে বাংলাদেশের পর্যটন শিল্পে অবদান রাখছে ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়ন।

জাপান এসোসিয়েশন ফর রিকভারী এন্ড রিপ্যাটিনেজ অফ ওয়ান ক্যাজুয়ালিটিজ এর চেয়ারম্যান তোমিই সিজোসি এর নেতৃত্বে ছয় জন সফরসঙ্গী সহ চট্টগ্রাম আগমন।

নিউজটি শেয়ার করুনঃ