যানজটমুক্ত হকার ও ক্রেতাদের উদ্বুদ্ধ করণার্থে পটিয়ার পৌর কিচেন মার্কেটে বিক্রয়োত্তর লাকী কুপন ড্র অনুষ্ঠিত

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের পটিয়া পৌরসভার মাল্টিপারপাস কিচেন মার্কেটে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিচেন মার্কেট সম্মূখে যানজটমুক্ত, হকার ও ক্রেতাদের উদ্বুদ্ধ করণার্থে বিক্রয়োত্তর প্রণোদনা মূলক লাকী কুপন-ড্র অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি ছিলেন, পটিয়া পৌর মেয়র মোঃ আইয়ুব বাবুল, মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক নুরুল হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি পৌর কাউন্সিলর শফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবব, ব্যাংকার আমির হোসেন, পৌরকর কর্মকর্তা শরীফ খান ও শামসুল আলম প্রমুখ।

পৌর মেয়র আইয়ুব বাবুল বলেন, ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পৌরসভার বিভিন্ন রুটে ভাসমান হকারদের কিচেন মার্কেটে স্থান করে দেয়া হয়। এসব হকারদের এক বছরের বিনা-ভাড়ায় কিচেন মার্কেটে দোকান করার সুযোগ পান। এর ফলে পৌরসভার জনগুরুত্বপূর্ণ সড়কগুলো যানজটমুক্তের পাশাপাশি কিচেন মার্কেটে স্থান পাওয়া হকার ও ক্রেতাদের উদ্বুদ্ধ করতে লাকি কুপন ড্রয়ের ব্যবস্থা করা হয়। সবাই আন্তরিক হলে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন পৌর শহর গড়ে তোলা সম্ভব। পরে লাকি কুপন ড্র অনুষ্টিত হয়। এতে প্রথম পুরস্কার লাভ করেন মা মেহেরুন্নেছা।

লাকী কুপন ড্র অনুষ্ঠানে এক থেকে দশ জন ভাগ্যবান ব্যক্তি পুরস্কার লাভ করেন।

নিউজটি শেয়ার করুনঃ