সীতাকুণ্ডে ২০কেজি গাঁজাসহ গ্রেফতার দুই
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাংলাবাজার এলাকার বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স এন্ড সার্ভিসিং সেন্টারের সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে র্র্যাব-৭চট্রগ্রাম। র্র্যাব-৭চট্রগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার দৈনিক নব দেশ বার্তা কে জানান, গোপন সংবাদের মাধ্যমে র্র্যাব-৭চট্রগ্রাম জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রীবাহী বাস যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ফেনী হতে চট্রগ্রামের দিকে আসছে।উক্ত সংবাদের ভিওিতে ১৬ আগস্ট সোমবার সকাল আনুমানিক ৯ টার দিকে র্র্যাব-৭চট্রগ্রাম এর একটি আভিযানিক দল চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাংলাবাজার এলাকার বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স এন্ড সার্ভিসিং সেন্টারের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে।

এসময় র্র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী বাসকে থামানোর সংকেত দিলে বাসটি র্র্যাবের চেকপোস্টে থামে।এসময় বাস থেকে নেমে ২জন মহিলা তাদের সঙ্গে থাকা ব্যাগ নিয়ে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী রশিদা বেগম(৪০), পিতা-মৃত নজু মিয়া,সাং- খরুলিয়া,থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার, অপর আসামী মদিনা বেগম(২১), পিতা-মোঃতাহসিম, সাং- কুতুপালং, থানা-কুতুপালং, জেলা-কক্সবাজারদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে নিজ হেফাজতে থাকা ব্যাগ তল্লাশী করে ২০কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের আটক করা হয়।উল্লেখিত আসামীদের আরো জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্রগ্রাম, ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। আটককৃৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ