চট্টগ্রামের চাক্তাইয়ে সিলিন্ডার বিস্ফোরণ ধসে পড়েছে ৪ তলা ভবন আহত ৪ চলছে উদ্ধার অভিযান

সেলিম,কর্ণফুলী উপজেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের চাক্তাই রাজাখালীতে কোল্ড স্টোরেজে সিলিন্ডার বিস্ফোরণে চারতলা ভবন ধসে পড়েছে। এতে আশপাশের কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ।

বুধবার (১৯ এপ্রিল) রাত একটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মো. তারেক (২৮), নুর হোসেন, মো. মান্নান (৩৪) ও রবিন (২২)।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আবদুল হালিম জানান, রাত সোয়া ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালি এলাকায় জনতা কোল্ড স্টোরেজ গোডাউনে অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোনে আগুনের সূত্রপাত হয়।

রাত ২টার দিকে ভবনটি ধ্বসে পড়েছে। বড় ধরণের দুর্ঘটনা এড়াতে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, রাজাখালী এলাকা থেকে আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ