ভিপি নুরের উপর হামলায় চট্টগ্রামে বিক্ষোভ

সেলিম,কর্ণফুলী উপজেলা প্রতিনিধিঃ

গণ অধিকার পরিষদ এর সভাপতি ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর সহ গণ অধিকার পরিষদ এর একাধিক নেতাকর্মীর উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহীর সভাপতি বিন ইয়ামিন মোল্লার মুক্তির দাবীতে চট্টগ্রাম গণ অধিকার পরিষদ এর মানববন্ধন বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জোবাইরুল আলম মানিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ চট্টগ্রাম জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ আল করিম, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহীর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ, ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি রুবেল মোহাম্মদ রাফসান, ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক রিদুয়ান সিদ্দিকী, শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ফারুক হোসেন-সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দীন, যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর এর সিনিয়র সংগঠক সাহেদুল ইসলাম, পেশাজীবি অধিকার পরিষদ চট্টগ্রাম জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর- যুগ্ম সদস্য সচিব অর্ক সাইফুল, ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর এর সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব সহ অন্যান্য নেতারা।

ছাত্র অধিকার চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জোবাইরুল আলম মানিক বলেন, গণ অধিকার পরিষদ এর সভাপতি ভিপি নুর সহ নেতাকর্মীদের উপর হামলা মামলা গ্রেপ্তার সব চলমান এক দফা সরকার পতনের আন্দোলনকে নস্যাৎ করতে ভোটবিহীন সরকারের ষড়যন্ত্রের অংশ। হামলা মামলা করে আন্দোলনকে কোনরূপ দমানো যাবেনা। সমাবেশ থেকে ভিপি নুর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করার দাবী জানানো হয়। এবং আটক ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি বিন ইয়ামিন মোল্লার নিঃশর্তে মুক্তির দাবী জানানো হয়!

মানববন্ধন এর পর চট্টগ্রাম প্রেসক্লাব থেকে আন্দরকিল্লা অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার পর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুনঃ