জিহাদ ও তাঁর দুই সহপাঠীকে ফিরে পেয়েছে পরিবার
প্রকাশঃ ১২ অক্টোবর ২০২৩ | ৪:০৮
জিহাদ ও তাঁর দুই সহপাঠীকে ফিরে পেয়েছে পরিবার
পতেঙ্গা থানা প্রতিনিধিঃ
জিহাদ নামের ছেলেটিকে ফিরে পেয়েছে পরিবার। জিহাদ সহ তাঁর আরও দুই সহপাঠিকে খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পতেঙ্গার সামাজিক ও পরিচিত মুখ আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের পরিচালক মোঃ জোবায়ের বাশার। জোবায়ের জানান শনাক্ত ও জিজ্ঞাসাবাদের সময় তাঁদের আচরণ অস্বাভাবিক ছিলো। আজ ভোর ৪টায় তাদের পতেঙ্গা মাইজপাড়া এলাকা থেকে পাওয়া যায়।
উল্লেখ্য, গত ৪দিন আগে সকাল ১১:০০ টার দিকে পতেঙ্গার কাটগড় এলাকা থেকে নিঁখোজ হন জিহাদ ও তাঁর দুই সহপাঠি।