বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এর সভাপতি এডভোকেট রবীন্দ্র ঘোষকে হত্যার হুমকি
বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এর সভাপতি এডভোকেট রবীন্দ্র ঘোষকে হত্যার হুমকি
নিজস্ব প্রতিবেদকঃ
গ্লোবাল হিউম্যান রাইটস্ ডিফেন্স নেদারল্যান্ডের লোকাল প্রতিনিধি এবং বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এর সভাপতি এডভোকেট রবীন্দ্র ঘোষ কে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। আজ ১৭ নভেম্বর বিকাল অনুমান ৫ঃ০০ ঘটিকার সময় চট্টগ্রামের আনোয়ারা থানার দক্ষিন শৌলকাটা এলাকার প্রদীপ দত্ত(৪০) নামে এক ব্যাক্তি মোবাইল নং ০১৮১৯৬৩৮৩৬৪ থেকে প্রাণনাশের হুমকি প্রদান করেন বলে জানা যায়। এই বিষয়ে তিনি ওয়ারী থানা ঢাকা, একটি সাধারন ডাইরী করেন জিডি ট্র্যাকিং নং: VSL2R9 জিডি নং: ৭৪০। এই বিষয়ে এডভোকেট রবীন্দ্র ঘোষ বলেন আমার পেশাগত কাজে বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে জনগনের মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে আইনগত সহযোগীতার জন্য যেতে হয়। গত ৬ মাস পূর্বে আমার পেশাগত কাজের জন্য চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকায় যাই এবং সেখানে প্রদীপ দত্ত নামক এক ব্যাক্তির সাথে সাক্ষ্যাৎ হয় তিনি ঐ এলাকার সুপন সিকদার নামের এক ব্যাক্তির অজ্ঞাতনামা মামলার বিবাদী তিনি আমাকে উক্ত মামলার বিষয়ে সুপন সিকদারের পক্ষে ওকালতি না করার জন্য নির্দেশ দেন। আমি আইনসংগত বিচারের লক্ষ্যে কাজ করবো বলে উভয়কে প্রতিশ্রুতি দেই এবং আদালতে মামলার রায় সুপন সিকদারের পক্ষে যায়। উক্ত রায়ে ক্ষিপ্ত হয়ে আজ ১৭ নভেম্বর শুক্রবার বিকাল অনুমান ৫:০০ ঘটিকার সময় প্রদীপ দত্ত আমার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে আমাকে হত্যা করা হবে বলিয়া ভয় ভীতি ও বিভিন্ন প্রকার হুমকী প্রদান করে। এই বিষয়ে প্রদীপ দত্তর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।