সরকার পতন আন্দোলনে ব্যর্থ বিএনপি’র নৈতিক পরাজয় ঘটেছে
সরকার পতন আন্দোলনে ব্যর্থ বিএনপি’র নৈতিক পরাজয় ঘটেছে
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম ৫ ডিসেম্বর-২০২৩, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী ট্রেনযাত্রা শুরু হয়ে গেছে। আগামী বছর ৭ জানুয়ারি ২০২৪ এই ট্রেন নির্বাচনী গন্তব্যে পৌছাবে। এই ট্রেনযাত্রায় যারা উঠতে পারে নি তারা যদি এই ট্রেন থামাতে চেষ্টা করে তাহলে ঐ ট্রেনের চাকায় তাদের পিষ্ট হতে হবে। তিনি গতকাল মঙ্গলবার সকালে বহদ্দারহাটস্থ স্বাধীনতা পার্কে ৩, ৪, ৫, ৬, ৭ ও ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগ ও কাউন্সিলরদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন তাকে বিজয়ী করার একটি ঈমানী দায়িত্ব সকল নেতাকর্মীদের উপর অর্পিত হয়েছে। ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য এখন থেকেই প্রণোদিত করতে হবে। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, আমরা আগেই জানতাম এবং এখন নিশ্চিত হয়েছি বিএনপি ও তার সমমনারা নির্বাচনে আসবে না। তাদের এই সিদ্ধান্তে বিএনপি’র নেতাকর্মীরাও ক্ষুব্ধ। বিএনপি আমলের একাধিক মন্ত্রী, এমপি ও নেতা নির্বাচনে এসেছে।এক্ষেত্রে নির্বাচন বিরোধী বিএনপি’র নৈতিক পতন ঘটেছে এবং আওয়ামী লীগ সহ নির্বাচনমুখী শক্তির নৈতিক বিজয় ঘটেছে। বিএনপি জামাত এখন পরবাসী এবং পরগাছা। অচিরেই তাদেরকে নির্মূল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে বর্তমান সরকারের সাফল্য অর্জন এবং বিএনপি জামাত আমলের কুর্কীতি ও ব্যর্থতার চিত্র তুলে ধরতে হবে। নূর মোহাম্মদ নুরুর সভাপতিত্বে এবং চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এম.পি, উপদেষ্টা আলহাজ্ব শফর আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, সাংষ্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য মহব্বত আলী খান, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের আবদুল নবী লেদু, মো: মাঈন উদ্দিন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর এজরারুল হক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন মামুন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো: শফিকুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, ওয়ার্ড আওয়ামী লীগের শামসুল আলম, কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, নাজিম উদ্দিন চৌধুরী, মাহবুব কোম্পানি, মো: জামাল উদ্দিন, এড. আইয়ুব খান, আবদুর রহিম, আবদুর শুক্কুর ফারুকী, সাইফুদ্দিন খালেদ, নিজাম উদ্দিন নিজু, মো: জসিম উদ্দিন, ইলিয়াছ সরকার প্রমুখ।