জাতীয় নির্বাচন বানচালকারীদের প্রকাশ্যে কর্মসূচি পালন করতে দেওয়া হবে না

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম ১১ ডিসেম্বর-২০২৩, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, মানবাধিকার লঙ্ঘনকারী দেশগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যে ছবক দিচ্ছে তা অত্যন্ত হাস্যস্কর।১৯৭১ সালে হানাদার পাকিস্তানী বাহিনী নজিরবিহীন বর্বরোচিত গণহত্যার সময় যে দেশটি তাদেরকে সমর্থন ও সহযোগিতা করেছিল সেই দেশটি এখন ফিলিস্তিন ভূমিতে ইসরাইল বাহিনীর বর্বরোচিত গণহত্যায় প্রত্যক্ষ ইন্ধন যোগাচ্ছে। বিশ্ব বিবেক এর বিরুদ্ধে সরব হলেও আমাদের দেশে ঐ দেশটির আর্শীবাদপুষ্ট দল এবং কথিত সুশীল সমাজ রহস্যজনকভাবে নীরব থাকার কারণটা কী- তা আমাদের ভেবে দেখতে হবে। তিনি আজ সোমবার বিকেলে আপন গার্ডেন সেন্টারে অনুষ্ঠিত ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, দেশে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে একটি দুর্ভিক্ষ সৃষ্টির পায়তারা চালাচ্ছে বিএনপি ও তার সমমনা দলগুলো। এদের বিরুদ্ধে অবশ্যই জিরো টলারেন্স নীতি প্রয়োগ করতে হবে। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল। নির্বাচনে কে আসুক-না আসুক, সেটা মুখ্য বিষয় নয়। স্বাধীন নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখে নির্বাচন হবেই। নির্বাচন বানচাল করতে যারা চাইবে তাদেরকে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে এবং নির্বাচন বিরোধীরা কখনো, কোথাও রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না। তারা ইতিমধ্যেই চোরাগোপ্তা হামলা চালিয়ে পরিবহন ও সরকারি সম্পত্তিতে জ্বালাও পোড়াও শুরু করে দিয়েছে। এই ধরনের অপকর্ম তারা অতীতেও করেছে। কিন্তু বারবার করতে দেওয়া হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে জানমাল রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দ্দী’র সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-১০ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো: মহিউদ্দিন বাচ্চু এম.পি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান ছিদ্দিকী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো: হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা কে.বি.এম শাহজাহান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার, যুবলীগ নেতা নুরুল আনোয়ার, আওয়ামী লীগের এস এম হাশেম, শাহজাহান চৌধুরী, বাবু কমল বড়ুয়া, কাউন্সিলর মোরশেদুল আলম, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন খান, আকতার ফারুক, তৌহিদুল আনোয়ার, কফিল উদ্দিন খোকন, প্রিয়লাল গোস্বামী, মো: হোসেন, অহিদ চৌধুরী মুক্তি প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ