পটিয়া কেলিশহর মন্দির হামলার ঘটনায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীরা একজন অন্যকে দোষারোপ

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম-১২ পটিয়া সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়ন চারাবটতলা এলাকায় বিশ্বমঙ্গল গীতা সংঘ মন্দিরে গত ৩০ ডিসেম্বর রাতে দুর্বৃক্তরা হামলা চালিয়ে প্রধানমন্ত্রীর অসম্প্রদায়িক চেতনাকে বির্তকিত করার চেষ্টা এবং সংখ্যালঘু সম্প্রদায় মন্দিরে হামলা করেছেন দুর্বৃক্তরা। এ বিষয়ে সোমবার (১ জানুয়ারি) বিকেলে বিশ্বমঙ্গল গীতা মন্দির পরিদর্শনে যান নৌকায় প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী। অন্যদিকে একই দিনে রাত ৮ টায় মন্দির পরিদর্শনে যান স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কা শামসুল হক চৌধুরী। তারা দু”প্রার্থীর মন্দির হামলার ঘটনায় একজন অন্যজনের উপর দোষারোপ করে বক্তব্যে দিয়ে এলাকার লোকজনের মাঝে বির্তকের জন্ম দিচ্ছেন। মন্দির পরিদর্শন শেষে নৌকার প্রধান নির্বাচনি সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ জানান, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক অনুসারীরা মন্দিরে হামলা চালিয়ে হিন্দু সম্প্রদায় লোকজনের ভোট টানার জন্য স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অপরপ্রচার চালিয়ে মন্দিরে হামলার ঘটনা তার ব্যতিক্রম নয়। মন্দিরে হামলায় জড়িতদের তদন্তে মাধ্যমে প্রকৃত দুষিব্যাক্তিদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি। স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক জেলা আওয়ামী লীগ নেতা বিজন চক্রবর্তী জানান, হুইপের মেয়েরা ওই এলাকায় গণসংযোগ করেন। এতে হিন্দু সম্প্রদায় লোকজনের ব্যাপক সাড়া মিলে। এতে ক্ষুব্ধ হয়ে নৌকার কর্মী-সমর্থকরা। গত শনিবার রাতে নৌকার প্রার্থীর স্লোগান দিয়ে কেলিশহর ইউনিয়ন বিশ্বমঙ্গল গীতা মন্দিরে হামলার ঘটনায় পর হিন্দু সম্প্রদায় শতশত নারী-পুরুষরা ওই দিন নৌকায় বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে গ্রামের লোকজনরা। এবং মন্দির হামলার পরে স্বতন্ত্র প্রার্থী সমর্থক ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন বাড়িতে হামলা চালিয়েছেন তারা। হামলাকারীরা সবাই একই এলাকার লোকজন। ইউপি সদস্য সম্ভু দে জানান, হামলাকারীরা সবাই স্থানীয় এবং তারা ইট-পাটকেল নিক্ষেপ করে মন্দিরে রক্ষিত মালপত্র নষ্ট ও ভাঙচুর করেছে। ঘটনার পর পটিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে মন্দির পরিদর্শনে গিয়ে আলামত সংগ্রহ করেছি। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে কোনো অভিযোগ এখনোও পায়নি। কিন্তু শুনেছি মামলার জন্য প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুনঃ