উই বাজারের উদ্যোগে “নিউ ইয়ার সেলিব্রেশন ২০২৪” অনুষ্ঠিত
উই বাজারের উদ্যোগে “নিউ ইয়ার সেলিব্রেশন ২০২৪” অনুষ্ঠিত
হোসেন মিন্টুঃ
শুরু হয়েছে নতুন ইংরেজি বছর ২০২৪। উই বাজারের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) এর সেমিনার হলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ১ জানুয়ারিতে দিনব্যাপী ইংরেজি নববর্ষ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। বিভিন্ন মজাদার খেলাধুলা, ওয়ান ডিশ পার্টি, কেক তৈরি প্রতিযোগিতা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ইংরেজি নববর্ষের আয়োজন সাজানো হয়। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়ে সিডব্লিউসিসিআই এর পরিচালক, সদস্য এবং উই বাজারের চেয়ারম্যান চৌধুরী জুবাইরা সাকি, সদস্য সহ অন্যান্য অতিথিদের নিয়ে কেক কাটেন সিডব্লিউসিসিআই এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আমাদের নারীদের একটি সাংসারিক জীবন এবং আরেকটি প্রাতিষ্ঠানিক জীবন। সাংসারিক জীবনে যখন আমরা স্বামীদের সহযোগীতা পেয়ে থাকি, তখনই আমরা প্রাতিষ্ঠানিক জীবনে এগিয়ে যাই। আমরা চাই যেন নারীরা এই নতুন বছরেও এগিয়ে যাক। আর এই অগ্রযাত্রার মাধ্যমে জীবনে সুখ শান্তি বয়ে আসুক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিডব্লিউসিসিআই এর পরিচালক বেবি হাসান, শাহেলা আবেদিন, প্রাক্তন পরিচালক ফেরদৌস ইয়াসমিন খানম সহ অন্যান্য সদস্য। পরিশেষে, বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।