পটিয়ায় ৭ প্রার্থী হারালেন জামানত ৩ প্রার্থীর ভোট বর্জন

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৭ প্রার্থী। পটিয়া উপজেলায় ১৭ টি ইউনিয়ন সহ একটি পৌরসভার মধ্যে সর্বমোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৯ হাজার ৪২৮ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ২৪০ জন, মহিলা ১ লাখ ৫৭ হাজার ১৮৮ জন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে পটিয়া আসনে ১০৮ টি ভোট কেন্দ্র তন্মধ্যে ৭১৯ টি ভোট কক্ষে ১ লক্ষ ৬৯ হাজার ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। কাস্টিং ভোটার সংখ্যা শতকরা হার প্রায় ৫৬ শতাংশ। এ ব্যাপারে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন ভুঁইয়া জনি নিশ্চিত করে বলছে, কাস্টিং ভোটের ৮ ভাগের একাংশ ভোট না পাওয়ায় ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচন ফলাফলে দেখা যায়, ৭ প্রার্থীর তন্মধ্যে জাতীয় পার্টির নুরুচ্ছফা সরকার লাঙ্গল প্রতীক ভোট পেয়েছেন ৩৮৭, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মোমবাতি এম এ মতিন পেয়েছেন ৮২৯৮ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী নোঙ্গর এম এয়াকুব আলী ১০৪৬ ভোট, ইসলামীক ফ্রন্ট কাজী জসিম উদ্দিন চেয়ার ৩৬৫, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মিয়া ট্রাক ৭৪ ভোট। তৃণমূল বিএনপির রাজিব চৌধুরী সোনালী আঁশ ১১৩ ভোট, কংগ্রেস পার্টির ছৈয়দ মোঃ জয়নুল আবেদীন জেহাদী ডাব ১৩৩ ভোট। এবং কাস্টিং ভোটের ৮ শতাংশ পূর্ণ না হওয়ায় তারা জামানত হারিয়েছেন। অন্য দিকে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী ১ লক্ষ ২০ হাজার ৩৪১ ভোট পেয়ে বিজয়ী হণ। অপর দিকে আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও হুইপ শামসুল হক চৌধুরী ভোট পেয়েছেন ৩৫ হাজার ২৪৩ ভোট। নৌকা প্রার্থী প্রায় ৮৫ হাজার ভোটে বিজয়ী হণ। উল্লেখ যে,গত ৭ জানুয়ারি দুপুর ৩ টায় সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে মোমবাতি, নোঙ্গর ও ট্রাক প্রতীকের ৩ প্রার্থী ভোট বর্জন ঘোষণা করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ