শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার পূরণে শতভাগ নিবেদিত হবো

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম ২৯ জানুয়ারি ২০২৪, চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো: মহিউদ্দিন বাচ্চু গতকাল সোমবার সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, চট্টগ্রাম-১০ সংসদীয় এলাকার অন্তর্ভূক্ত ১০টি ওয়ার্ড আওয়ামী লীগ, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর এবং সহযোগি ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল শেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদর্শিক বিশ্বাসের জায়গা থেকে একটি আগুনের পরশমনি। এই পরশমনির উত্থাপ থেকে স্বাধীন বাঙালি জাতিসত্তার অভ্যুদয় ঘটেছে। তিনি শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নন, সারা বিশ্বের মুক্তিকামী জনতার কাছে একজন মহামানব হয়ে বারবার আসেন। এই মহামানবের কোন নির্বাণ নেই। তিনি অনির্বাণ শিখা এই পবিত্র সমাধিস্থলে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে ষ্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার ও প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজেকে সার্বক্ষণিকভাবে নিবেদিত রাখার জন্য প্রত্যয় ব্যক্ত করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিকভাবে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে এক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক ভাবে বৈধতাপ্রাপ্ত হলেও বর্তমান সরকারের বিরুদ্ধে দেশ-বিদেশে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলা আওয়ামী লীগ অতীতে বারবার কারেছে, এখনো করছে এবং ভবিষ্যতেও করে যাবে। কারণ জনগণের রায়ে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাশীন আওয়ামী লীগ সরকার কোন দেশি-বিদেশি চোখ রাঙানিকে পরোয়া করে না। মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের পাশে ছিল না। তারা পাক হানাদার বাহিনীর র্ববর গণহত্যাকে সমর্থন যুগিয়েছিল। যেমনভাবে তারা ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যাকে প্রত্যক্ষ ভাবে ইন্ধন যুগিয়ে যাচ্ছে। এই অপশক্তির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অবস্থান পরিস্কার। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আমি আমার নির্বাচনী এলাকার জনগণের সুখ-দু:খ লাঘবে সর্বাত্মকভাবে নিবেদিত থাকার পাশাপাশি জাতীয় স্বার্থ, অস্থিত্ব, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ম রক্ষায় একজন রাজনৈতিক কর্মী হিসেবে শেখ হাসিনার পাশে থেকে তাঁর হাতকে শক্তিশালী করার প্রত্যয় বক্ত করছি এবং দলীয় নেতাকর্মীদেরকেও এই প্রত্যয় ধারণ করার আহবান জানাই। এসময় উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চট্টগ্রাম-১০ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন খোকা, থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার, কেন্দ্রীয় আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকলীগের তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, ওয়ার্ড আওয়ামী লীগের সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, আসলাম সওদাগর, সরোয়ার আলম কচি, দিদারুল আলম মাসুম, দিলদার খান দিলু, এরশাদ উল্লাহ, ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি, আঞ্জুমান আরা বেগম, তসলিমা নুরহাজান রুবি প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন টুঙ্গিপাড়া কমপ্লেক্স জামে মসজিদের ঈমাম আলহাজ্ব মাওলানা নবী হোসেন।

নিউজটি শেয়ার করুনঃ