চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স’র ২০২৪-২০২৫ প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

হোসেন মিন্টুঃ

আজ ১৫ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার দুপুর ২ঃ৩০ মিনিটে, ইছামতি হল, হোটেল আগ্রাবাদে, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট খলিলুর রহমান’র সভাপতিত্বে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিমের সাথে ২০২৪-২০২৫ প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজস্ব বোর্ডের সদস্য ও পদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কর এবং কাস্টম কমিশনারবৃন্দ, সিএমসিসিআই পরিচালক, সদস্যবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় সিএমসিসিআই সহ-সভাপতি এ.এম. মাহবুব চৌধুরী, এম.এ. মালেক, আবদুস সালাম, জসিম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি (ফরেন ট্রেড এন্ড অ্যাফায়ার্স) ডব্লিউ. আর. আই. মাহমুদ রাসেল সহ পরিচালক সর্ব মো: সাহাবউদ্দিন আলম, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, বোরহানুল এইচ চৌধুরী উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্য পাঠ করেন সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান। তিনি ব্যবসায়ীদের পক্ষে ব্যবসা পরিচালনায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে সিএমসিসিআই সহ-সভাপতি এ.এম. মাহবুব চৌধুরী সিএমসিসিআিই’র পক্ষে বিস্তারিত বাজেট প্রস্তাব পেশ করেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম উপস্থিত ব্যবসায়ীদের সমস্যার কথা মনযোগ সহকারে শুনেন। তিনি ব্যবসায়ীদের পক্ষে যুক্তি সঙ্গত যে কোন সমস্যা সমাধানে আন্তরিক বলে অভিমত প্রকাশ করেন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

নিউজটি শেয়ার করুনঃ