ঈদের তারিখ ঘোষণা সৌদি আরবে
প্রকাশঃ ৮ এপ্রিল ২০২৪ | ৯:০৭
ঈদের তারিখ ঘোষণা সৌদি আরবে
হোসেন মিন্টুঃ
সৌদি আরবে আগামী বুধবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে আগামীকাল মঙ্গলবার দেশটিতে শেষ রোজা হবে। তার পরদিন শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করা হবে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্যাপিত হয়।