আদর্শ রাজনীতির জন্য ভিপি জাফর আহমদকে প্রজন্ম মনে রাখবে

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, সংগঠনের উপদেষ্ঠা মরহুম জাফর আহমদের ১ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা ও দোয়া মাহফিল সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন, কবি আশীষ সেন। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরী। প্রধান শিক্ষক লিটন কুমার চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সহ সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী, গীতিকার মোঃ লিফটন, সাবেক ছাত্রনেতা এম.নুরুল হুদা চৌধুরী, কবি সজল দাশ, কবি সোমা মুৎসুদ্দী, সংস্কৃতিকর্মী রাজগোপাল ঘোষ, লেখক সোহেল তাজ, তবলাশিল্পী কানুরাম দে, সবুজ চৌধুরী রকি, মোঃ তিতাস, মোঃ জাফর প্রমুখ। সভায় বক্তারা বলেন, একজন দেশপ্রেমিক ও সৎ রাজনীতিবিদ হিসেবে জাফর আহমদ চৌধুরী আজীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে গেছেন। মানুষের জন্য নিজ সাধ্য অনুযায়ী কাজ করে গেছেন। পদ পদবীর উর্ধে উঠে তিনি সবসময় দলের প্রতি, কর্মীদের প্রতি নিবেদিত ছিল। রাজনীতি করে তিনি সবসময় মানুষের জন্য কাজ করে গেছেন। নিজের জন্য কখনো তিনি ভাবেন নি। তার অনেক কর্মী আজ সারাদেশে নানান ভাবে রাজনৈতিক, সামাজিক ও পেশাগতভাবে প্রতিষ্ঠিত। বক্তারা বলেন একজন মেধাবী ছাত্রনেতা হিসেবে অত্যন্ত উঁচু মাপের নেতা হয়েও মরহুম জাফর আহমদ সবসময় কর্মীর মত কাজ করে গেছেন। বক্তারা এই মহান নেতার জীবন আদর্শ থেকে প্রজন্মের ছাত্রনেতাদের শিক্ষা গ্রহণের আহবান জানান। সভায় মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ